আগরকারকে নাম না করে আক্রমণ! বিরাট–রোহিতের পক্ষেই সুর চড়ালেন ভাজ্জি

Published By: Khabar India Online | Published On:

ভারতীয় ক্রিকেটে আবারও শুরু হয়েছে নতুন বিতর্ক। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টানা দুই সেঞ্চুরি করে যে বিরাট কোহলি ফের নিজের ছাপ রেখে দিয়েছেন, তার রেশ ছড়িয়েছে সর্বত্র। আর ঠিক সেই সময়েই নির্বাচক কমিটিকে উদ্দেশ্য করে নাম না করে তোপ দাগলেন হরভজন সিং।

রাঁচি ও রায়পুর—দু’‌টি ম্যাচেই দুরন্ত শতরান বিরাটের। আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর সেঞ্চুরির সংখ্যা এখন ৮৪। রোহিত শর্মাও ফিরেছেন ছন্দে। এমন পরিস্থিতিতে ভারতীয় বোর্ডের অন্দরমহলে শোনা যাচ্ছে, ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত বিরাট ও রোহিতকে নিয়েই পরিকল্পনা এগোতে চান কর্তারা। গৌতম গম্ভীর ও অজিত আগরকারকেও নাকি সেই বার্তা পৌঁছে দেওয়া হয়েছে।

এই প্রেক্ষিতেই মুখ খুলেছেন হরভজন। তাঁর অভিযোগ, “বিরাটের মতো ক্রিকেটার এখনও এত দারুণ খেলছে—এটাই সবচেয়ে বড় আনন্দ। কিন্তু যারা নিজেরা কিছুই বিশেষ করতে পারেনি, তারা যদি বিরাট–রোহিতদের ভবিষ্যৎ ঠিক করে দেয়, সেটা খুবই কষ্ট দেয়।”

ক্রিকেট মহলের মতে, হরভজন সরাসরি নাম না করলেও তাঁর ইঙ্গিত স্পষ্টভাবে অজিত আগরকারের দিকেই। উল্লেখযোগ্যভাবে, মন্তব্যের দিনটিই ছিল আগরকারের জন্মদিন—এমন দিনে নির্বাচক প্রধানকে নিশানা করা নিয়ে চর্চা আরও তীব্র হয়েছে।

হরভজনের মতে, আগামী বিশ্বকাপে বিরাট–রোহিতকে নিয়ে কোনও প্রশ্ন ওঠাই উচিত নয়। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন—দুই তারকার অভিজ্ঞতা ভারতীয় ক্রিকেটের সবচেয়ে বড় সম্পদ।

1. কেন হরভজন সিং নির্বাচকদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন?
তিনি মনে করেন, যারা নিজেরা বড় সাফল্য পাননি, তারা বড় ক্রিকেটারদের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত নয়।

2. কোন দুই ম্যাচে সেঞ্চুরি করেছেন বিরাট কোহলি?
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম দুই ওয়ানডেতে তিনি টানা দুই সেঞ্চুরি করেন।

3. রোহিত শর্মার সাম্প্রতিক পারফরম্যান্স কেমন?
সিডনিতে শতরান ও রাঁচিতে অর্ধশতরান করে তিনি ফর্মে ফিরেছেন।

4. বোর্ড কি সত্যিই ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত বিরাট–রোহিতকে খেলানোর পরিকল্পনা করছে?
সূত্র অনুযায়ী, এই দুই অভিজ্ঞ ক্রিকেটারকে কেন্দ্র করেই ভবিষ্যৎ পরিকল্পনা সাজানো হচ্ছে।

5. হরভজন কাকে লক্ষ্য করে মন্তব্য করেছেন বলে মনে করা হচ্ছে?
ক্রিকেটপ্রেমীদের মতে, তাঁর ইঙ্গিত নির্বাচক প্রধান অজিত আগরকারের দিকেই।