বাইরে চলে যাওয়া ভোটারদের ফর্ম সমস্যা শিগগিরই মেটাবে কমিশন

Published By: Khabar India Online | Published On:

ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়ায় এক নতুন চাপা দুশ্চিন্তা তৈরি হয়েছিল—অনেকে এনুমারেশন ফর্ম জমা দেওয়ার আগেই কর্মসূত্রে বা ব্যক্তিগত কারণে জেলা ছেড়ে চলে গিয়েছেন। কিন্তু বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত জানালেন, এই সমস্যাগুলি দু’-এক দিনের মধ্যেই মিটে যাবে।

বুধবার পূর্ব বর্ধমানে একাধিক বৈঠক করেন তিনি। জেলার প্রশাসনিক দফতরে প্রথমে রাজনৈতিক দলগুলির প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হয়। তাঁরা এসআইআর নিয়ে নিজেদের উদ্বেগ প্রকাশ করেন। এরপর ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসারদের সঙ্গে পরিস্থিতির অগ্রগতি বিষয়ে খোঁজখবর নেন সুব্রত।
তিনি জানান, অধিকাংশ জায়গায় পদ্ধতিগতভাবে কাজ এগোচ্ছে। কয়েকজন ইআরও সফ্টওয়্যার সংক্রান্ত সমস্যার কথা তুলেছেন। তবে আগামী সাত-আট দিনের মধ্যেই সব ঠিক হয়ে যাবে বলেই আশা তাঁর।

বিশেষ পর্যবেক্ষক সুপারিশ করেছেন, যেসব এনুমারেশন ফর্ম এখনও সংগ্রহ হয়নি, সেগুলিকে আর ফেলে রাখা যাবে না। ফর্মগুলো সিস্টেমে স্ক্যান করে অথবা ‘আনমার্কড’ হিসেবে আপলোড করতে হবে।
এদিকে কমিশন এসআইআর প্রক্রিয়া সাত দিন বাড়িয়ে দিয়েছে। এখন ফর্ম আপলোডের শেষ দিন ১১ ডিসেম্বর। খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে ১৬ ডিসেম্বর, এবং চূড়ান্ত তালিকা বেরোবে ১৪ ফেব্রুয়ারি।

দিনভর কাজ খতিয়ে দেখার পর সন্ধ্যায় সুব্রত গুপ্ত বর্ধমানের সর্বমঙ্গলা মন্দিরে পুজো দেন। এসআইআর প্রক্রিয়া শান্তিপূর্ণভাবে সম্পন্ন হোক—এমনই প্রার্থনা করেন তিনি।

  1. এসআইআর প্রক্রিয়া কী?
    ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়াকেই এসআইআর বলা হয়।

  2. এনুমারেশন ফর্ম জমা দেওয়ার নতুন শেষ তারিখ কবে?
    ১১ ডিসেম্বর।

  3. খসড়া ভোটার তালিকা কবে প্রকাশ হবে?
    ১৬ ডিসেম্বর।

  4. চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন কবে?
    ১৪ ফেব্রুয়ারি।

  5. বিশেষ পর্যবেক্ষকের দায়িত্ব কী?
    পুরো এসআইআর প্রক্রিয়ার উপর নজর রাখা এবং বিএলও-ইআরও-দের কাজ পর্যবেক্ষণ করা।