আইন, আদালত আর এখন মন্ত্রক, ISL জট কাটাতে ক্লাবদের সঙ্গে আলোচনায় বসছে কেন্দ্র

Published By: Khabar India Online | Published On:

দেশের ফুটবলপ্রেমীদের দীর্ঘ প্রত্যাশার মাঝেই এসেছে নতুন অগ্রগতি। Indian Super League (ISL)–I-League সংক্রান্ত জট এখনো কাটেনি। অতঃপর, ২০২৫-২৬ মরসুমের ভবিষ্যৎ ঘিরে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক উদ্যোগ নিয়েছে — ৩ ডিসেম্বর বুধবার ক্লাব ও ফেডারেশনের সঙ্গে বৈঠকের আমন্ত্রণ জানানো হয়েছে।

গত ২১ নভেম্বর সুপ্রিম কোর্টে ISL-I-League জট পুঙ্খানুপুঙ্খভাবে উঠে আসে। সঙ্গে, কেন্দ্রীয় সরকার জানিয়েছিল তারা বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে।

এবার সেই প্রতিশ্রুতি বাস্তব রূপ দিতে, মন্ত্রণালয় খুঁজছে একটি স্থায়ী সমাধান — যেভাবে মিটবে আইনি জট, স্পনসরিং আর ক্লাব-ফেডারেশন সংশয়।

উল্লেখ্য, ইতিমধ্যেই ২০২৫–২৬ মরসুমে ISL শুরু হলেও এর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে, কারণ বাণিজ্যিক অংশীদারের (commercial partner) জন্য করা টেন্ডারে কোনো আবেদনই আসেনি।

অর্থাৎ — সময় এখন ক্লাব, ফেডারেশন ও সরকার তিনপক্ষের সমন্বয়; যে বৈঠকে বলা হবে, কীভাবে বাঁচবে দেশি ফুটবল।

ফুটবলপ্রেমীরা কি নতুন মরসুম দেখতে পাবেন? ক্লাব-প্রশাসন কি সমন্বয়ে আসবে? এই প্রশ্নের উত্তরই ৩ ডিসেম্বরের বৈঠকে।

 

Q: কেন এই বৈঠক ডাকা হয়েছে?
A: ২০২৫–২৬ ISL এর বাণিজ্যিক অংশীদার পাওয়া যায়নি; ফলে লিগ পরিচালনায় অনিশ্চয়তা। তারই জট কাটানোর জন্য ক্লাব, ফেডারেশন ও সরকার এক সঙ্গে বসছে।

Q: বৈঠকে কারা থাকবেন?
A: ISL ও I-League ক্লাবের প্রতিনিধিরা, ফেডারেশনের প্রতিনিধিরা এবং কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক।

Q: ক্লাবগুলো কী দাবি করেছে?
A: ক্লাবগুলো দাবি করেছে, সব বিভাগ (ISL, I-League, I-League 2) একই জাতীয় ম্যানেজারের অধীনে থাকা উচিত যাতে ধারাবাহিকতা ও স্থিতিশীলতা বজায় থাকে।

Q: গত সুপ্রিম কোর্ট শুনানায় কি সিদ্ধান্ত এসেছে?
A: আদালতে সরকারের বিদেশী বাণিজ্যিক অংশীদার নিয়োগে ব্যর্থতার ঘটনা জানানো হয়েছে; আদালত পরবর্তী সিদ্ধান্তের আগে পক্ষগুলিকে আলোচনায় বসাতে বলেছে।

Q: ২০২৫-২৬ ISL মরসুম কি শুরু হবে?
A: সঠিকভাবে বলা যাচ্ছে না; সিদ্ধান্ত হবে তিন-পক্ষীয় আলোচনা ও ফাইনাল পরিকল্পনার ওপর — বৈঠকের পর পরিস্থিতি স্পষ্ট হবে।