Weather Update: দক্ষিণবঙ্গে ফের ভারী বৃষ্টির সম্ভাবনা, শুক্রবার জারি সতর্কতা

Published By: Khabar India Online | Published On:

Weather Update: দক্ষিণবঙ্গে ফের ভারী বৃষ্টির সম্ভাবনা, শুক্রবার জারি সতর্কতা।

দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট কমার কোনও লক্ষণ নেই। মেঘলা আকাশ, থমথমে বাতাস আর জলমগ্ন রাস্তাই এখন দৈনন্দিন দৃশ্যপট। গত কয়েকদিনে সামান্য বিরতি মিললেও দুর্যোগ কাটেনি। আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার ফের এক দফা ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে রাজ্যের একাধিক জেলায়।

শুক্রবার পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদ—এই আট জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, ঝাড়গ্রাম ও নদিয়া সহ অন্যান্য জেলাতেও ছড়িয়ে পড়বে বিক্ষিপ্ত বৃষ্টি। এর পাশাপাশি ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

আবহাওয়ার কারণ
মৌসুমি অক্ষরেখা বর্তমানে হিমালয়ের পাদদেশে অবস্থান করছে, যা জলপাইগুড়ি হয়ে অরুণাচল পর্যন্ত বিস্তৃত। পাশাপাশি, একটি ঘূর্ণাবর্ত রয়েছে মধ্য বাংলাদেশে। বিহার থেকে বাংলাদেশের মধ্যবর্তী অঞ্চলের উপর দিয়ে একটি অক্ষরেখা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর বিস্তৃত। এর ফলে বিপুল পরিমাণ জলীয়বাষ্প ঢুকছে বাংলার আকাশে, যা বারবার বৃষ্টি ঘটাচ্ছে।

শনিবারের পূর্বাভাস
আবহাওয়াবিদদের মতে, শনিবার থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে। তবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে প্রায় সব জেলাতেই। ভারী বৃষ্টির আশঙ্কা আপাতত নেই, যদিও বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি থেকে মুক্তি মিলবে না।

উত্তরবঙ্গের অবস্থা
দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে হবে মাঝারি বৃষ্টি। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।