অবশেষে এসি লোকাল চালু! শিয়ালদা-কৃষ্ণনগর ও বনগাঁ শাখায় যাত্রায় যুক্ত হচ্ছে স্বস্তি, জানুন কত লাগবে ভাড়া

Published By: Khabar India Online | Published On:

অবশেষে এসি লোকাল চালু! শিয়ালদা-কৃষ্ণনগর ও বনগাঁ শাখায় যাত্রায় যুক্ত হচ্ছে স্বস্তি, জানুন কত লাগবে ভাড়া।

গরমে হাঁসফাঁস শহরবাসীর জন্য রেলের তরফে এল এক বড় সুখবর। পূর্ব রেলের উদ্যোগে শিয়ালদহ মেন শাখা এবং বনগাঁ শাখায় চালু হতে চলেছে সম্পূর্ণ এয়ার-কন্ডিশনড (AC) লোকাল ট্রেন। ভিড়, গরম ও যাত্রার ক্লান্তি পেরিয়ে এবার শুরু হচ্ছে এক স্বাচ্ছন্দ্যময় ও আধুনিক ট্রেনযাত্রার নতুন অধ্যায়।

 কোথায় কোথায় চলবে এই এসি লোকাল?
রেল সূত্রে খবর, প্রথম দফায় শিয়ালদহ থেকে কৃষ্ণনগর এবং দমদম থেকে বনগাঁ শাখায় পরীক্ষামূলক ভাবে চালু হবে এই পরিষেবা। ধাপে ধাপে অন্য শাখাতেও এই ট্রেন চালুর পরিকল্পনা রয়েছে। ট্রেনগুলিতে থাকছে জিপিএস নির্ভর অ্যানাউন্সমেন্ট সিস্টেম, নজরদারি ক্যামেরা, টক-ব্যাক সিস্টেম এবং আধুনিক মালপত্র রাখার ব্যবস্থা। বসার জন্য পর্যাপ্ত আসন এবং দাঁড়ানোর জায়গাও থাকবে।

আরও পড়ুন -  এনটিপি চলতি অর্থবর্ষে ১০০ বিলিয়ন ইউনিটের বেশি বিদ্যুৎ উৎপাদন করেছে

 কত লাগবে ভাড়া? দেখুন তালিকা
শিয়ালদহ মেন শাখা:
• শিয়ালদহ → দমদম: ₹২৯ (মাসিক ₹৫৯০)
• শিয়ালদহ → ব্যারাকপুর: ₹৫৬ (মাসিক ₹১২১০)
• শিয়ালদহ → নৈহাটি: ₹৮৫ (মাসিক ₹১৭২০)
• শিয়ালদহ → রানাঘাট: ₹১১৩ (মাসিক ₹২৩১০)
• শিয়ালদহ → কৃষ্ণনগর: ₹১৩২ (মাসিক ₹২৬৮০)
বনগাঁ শাখা:
• দমদম → বারাসত: ₹৫৬ (মাসিক ₹১২১০)
• দমদম → হাবড়া: ₹৮৫ (মাসিক ₹১৭২০)
• দমদম → গোবরডাঙা: ₹৯৯ (মাসিক ₹২০১০)
• দমদম → বনগাঁ: ₹১১৩ (মাসিক ₹২৩২০)।

আরও পড়ুন -  Shannon Kumar Sanu: বিদেশে গায়ের রং নিয়ে কটাক্ষের শিকার, কুমার শানুর কন্যা

প্রতিটি টিকিটে ৫% GST যুক্ত থাকবে।

সাধারণ যাত্রীদের প্রশ্ন ও উত্তর (FAQ)
১. কবে থেকে শুরু হবে এসি লোকাল পরিষেবা?
পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, পরীক্ষামূলক পরিষেবা শুরু হবে।
২. কোথা থেকে কিনবেন টিকিট?
অন্যান্য লোকাল ট্রেনের মতোই টিকিট কাউন্টার, অনলাইন ও অ্যাপ মারফত মিলবে দৈনিক ও মাসিক পাস।
৩. এসি লোকালে থাকবে কী কী সুবিধা?
আধুনিক ক্যামেরা, জিপিএস সিস্টেম, নিরাপদ যোগাযোগ ব্যবস্থা, মেট্রো-স্ট্যান্ডার্ড ফিটিংস ও মালপত্র রাখার তাক।
৪. নিরাপত্তা কতটা সুনিশ্চিত?
প্রতিটি কামরায় থাকবে নজরদারি ক্যামেরা ও টক ব্যাক সিস্টেম, যা রেল পুলিশের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ দেবে।
৫. ভবিষ্যতে কোথায় চালু হতে পারে এই পরিষেবা?
সাফল্যের ভিত্তিতে শিয়ালদহ দক্ষিণ শাখা, হাওড়া শাখা ও অন্যান্য গুরুত্বপূর্ণ রুটেও এই পরিষেবা চালু করা হবে।

আরও পড়ুন -  Mrunal Tagore: প্রথমবারের মতো ম্রুনাল ঠাকুর, কান চলচ্চিত্র উৎসবে

শহরের যাত্রী পরিবহণের ক্ষেত্রে এই পদক্ষেপ নিঃসন্দেহে এক যুগান্তকারী উদ্যোগ। এসি লোকালের হাত ধরে বাংলার লোকাল ট্রেন পরিষেবা এবার পা রাখল ‘ক্লাসি’ ট্রান্সপোর্ট যুগে। স্বাচ্ছন্দ্যের যাত্রা এবার হাতের মুঠোয়!