Jaat Box Office Collection: ‘জাট’-এর বক্স অফিস দাপট, অষ্টম দিনেই আয় ছাড়াল ৬০ কোটি, সানি দেওলের কেরিয়ারে নতুন মাইলফলক।
মুম্বই: বলিউডের শক্তিশালী অভিনেতা সানি দেওল আবারও প্রমাণ করলেন, তিনি এখনও দর্শকদের মন জয় করতে সক্ষম। তাঁর নতুন ছবি ‘জাট’ মুক্তির পর থেকেই বক্স অফিসে ব্যাপক সাড়া ফেলেছে। মুক্তির অষ্টম দিনে ছবিটির মোট আয় পৌঁছে গিয়েছে ৬১.৫ কোটি-তে, যা নিঃসন্দেহে একটি বড় সাফল্য।
অ্যাকশনধর্মী এই চলচ্চিত্রটি পরিচালনা করেছেন গোপীচাঁদ মালিনেনি। ছবিতে সানি দেওলকে দেখা গেছে এক নির্ভীক, ন্যায়বিচারপ্রিয় চরিত্রে, যিনি প্রতিপক্ষ রণদীপ হুডার ‘রণতুঙ্গা’-র মুখোমুখি হন। ছবির প্রেক্ষাপট ও চরিত্রগঠনে যে কঠোরতা ও আবেগ মিশে রয়েছে, তা দর্শকদের মন ছুঁয়ে গেছে—বিশেষ করে টিয়ার-২ ও টিয়ার-৩ শহরের পুরুষ দর্শকদের মধ্যে ছবিটি দারুণ জনপ্রিয়তা পেয়েছে।
প্রথম সপ্তাহে ছুটির দিনগুলোয় ছবিটির সংগ্রহ ছিল চমকপ্রদ, যদিও মাঝসপ্তাহে সামান্য ভাটা দেখা গিয়েছিল। তবুও অষ্টম দিনে প্রায় ৪ কোটি আয় করে ‘জাট’ আবারও প্রমাণ করল তার জনপ্রিয়তা অটুট রয়েছে।
নির্মাতারা ইতিমধ্যেই ঘোষণা করেছেন যে, ‘জাট ২’-এর পরিকল্পনা শুরু হয়ে গেছে এবং এই সিক্যুয়েলের পরিচালনার দায়িত্ব থাকছে আগের পরিচালকের হাতেই।
তবে সামনে চ্যালেঞ্জও কম নয়। কারণ, অক্ষয় কুমারের বহুল প্রতীক্ষিত ছবি ‘কেসরি চ্যাপ্টার ২’-এর মুক্তি আসন্ন। একই সময় দুই বড় বাজেটের ছবির প্রতিযোগিতা ‘জাট’-এর স্ক্রিন সংখ্যা ও বক্স অফিস কালেকশনে প্রভাব ফেলতে পারে বলেই ধারণা করা হচ্ছে।
এই সত্ত্বেও, ‘জাট’ ইতিমধ্যেই সানি দেওলের কেরিয়ারের তৃতীয় সর্বোচ্চ আয় করা ছবি হিসেবে জায়গা করে নিয়েছে, ‘গদর ২’ ও ‘সিকান্দার’-এর পরে। ধারাবাহিক এই সাফল্য সানি দেওলের দ্বিতীয় ইনিংসকে এক নতুন উচ্চতায় পৌঁছে দিচ্ছে।
এখন দেখার বিষয়, আগামী দিনে ছবিটি ১০০ কোটির ক্লাবে প্রবেশ করতে পারে কি না। আপাতত, দর্শকমহলে ‘জাট’ নিয়ে উদ্দীপনা তুঙ্গে, আর নির্মাতারা এই সাফল্যে ভীষণ খুশি।