IMD West Bengal Weather: আবহাওয়ার আপডেট, কলকাতা-সহ ১৫ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা, জেনে নিন পরবর্তী ক’দিনের পূর্বাভাস

Published By: Khabar India Online | Published On:

IMD West Bengal Weather: আবহাওয়ার আপডেট, কলকাতা-সহ ১৫ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা, জেনে নিন পরবর্তী ক’দিনের পূর্বাভাস।

আলিপুর আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, উত্তরবঙ্গ ও সংলগ্ন বাংলাদেশের ওপর একটি সক্রিয় ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এর জেরে বঙ্গোপসাগর থেকে রাজ্যে ঢুকছে প্রচুর জলীয় বাষ্প, যার ফলে রাজ্যের আকাশ মেঘলা থাকবে এবং বাড়বে বৃষ্টির সম্ভাবনা।

দক্ষিণবঙ্গের আবহাওয়া:
আজ, শুক্রবার থেকেই দক্ষিণবঙ্গে আবহাওয়ার পরিবর্তন শুরু হচ্ছে। কলকাতা-সহ প্রায় সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। সঙ্গে বইতে পারে ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া।

আরও পড়ুন -  Puja Banerjee: শুভ জন্মদিনে গোলাপী বিকিনিতে প্রিয় ভক্তদের মাথা ঘুরিয়ে দিলেন পূজা

সপ্তাহের শুরুতে হালকা বৃষ্টি হলেও, সোমবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হতে পারে।

উত্তরবঙ্গের পরিস্থিতি:
আগামী সপ্তাহ থেকে উত্তরবঙ্গেও বৃষ্টি বাড়বে। বিশেষ করে রবিবার ও সোমবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলিতে ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে।

আরও পড়ুন -  Alia Bhatt: কতদিন বাকি আলিয়ার কোলে সন্তান আসতে, ফাঁস হলো দিন

কলকাতার আবহাওয়া:
আজ বিকেল বা সন্ধ্যার দিকেই কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দমকা হাওয়া বয়ে যেতে পারে ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে। সোমবার থেকে বুধবার পর্যন্ত কলকাতায় আরও বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সঙ্গে মেঘলা আকাশ ও বজ্রপাত।

আরও পড়ুন -  Hilsa Fish: সুখবর ইলিশ ভক্তদের জন্য, বর্ষা ভালোভাবে আসতে না আসতেই ইলিশ হাজির ডায়মন্ডহারবারে

সংক্ষিপ্ত পূর্বাভাস:
• শনিবার: দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা।
• রবিবার: উত্তরবঙ্গের পাঁচ জেলায় (দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার) ঝড়-বৃষ্টি।
• সোমবার: উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট বাড়বে, দমকা হাওয়ার সঙ্গে বজ্রপাতও হতে পারে।

যাঁরা বাইরে বেরোচ্ছেন, ছাতা বা রেইনকোট নিতে ভুলবেন না!