শিয়ালদায় আসছে দুটি নতুন এসি লোকাল! সর্বোচ্চ গতি ১১০ কিমি প্রতি ঘণ্টা, কোন রুটে চলবে?

Published By: Khabar India Online | Published On:

শিয়ালদায় আসছে দুটি নতুন এসি লোকাল! সর্বোচ্চ গতি ১১০ কিমি প্রতি ঘণ্টা, কোন রুটে চলবে?

রেলযাত্রীদের জন্য সুখবর! এবার শিয়ালদহ ডিভিশনের শহরতলি যাত্রীদের জন্য আসছে দুটি অত্যাধুনিক এসি লোকাল ট্রেন। আরামের পাশাপাশি সাশ্রয়ী ভাড়ায় যাত্রা উপভোগ করার সুযোগ পাবেন যাত্রীরা। পূর্ব রেল ইতিমধ্যেই এই পরিকল্পনা নিয়ে কাজ শুরু করেছে।

শিয়ালদায় আধুনিক এসি লোকাল ট্রেন পূর্ব রেলের শিয়ালদহ বিভাগ চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি (ICF) থেকে দুটি অত্যাধুনিক শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) লোকাল ট্রেন রেক পেতে চলেছে। ১২ কোচবিশিষ্ট ইলেকট্রিক মাল্টিপল ইউনিট (EMU) ট্রেনগুলি ২৫ কেভি এসি ট্র্যাকশনে চলবে এবং সর্বোচ্চ গতি হবে ১১০ কিমি প্রতি ঘণ্টা। শহরতলির যাত্রীদের আরামদায়ক ও নিরাপদ যাত্রা নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

আরও পড়ুন -  Priyanka Chopra: প্রিয়াঙ্কা ১০০ নারীর তালিকায়, বিশ্বের প্রভাবশালী

আরামদায়ক ও নিরাপদ সফর এই এসি লোকাল ট্রেনের প্রতিটি কোচ সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত থাকবে। প্রতিটি কোচে দুটি ১৫ টনের ছাদে মাউন্টেড প্যাকেজ ইউনিট (RMPU) থাকবে, যা যাত্রীদের জন্য আরামদায়ক ভ্রমণ নিশ্চিত করবে। এছাড়া থাকছে স্টেইনলেস স্টিলের প্রশস্ত ভেস্টিবুল গ্যাংওয়ে, সিসিটিভি ক্যামেরা, জরুরি পরিস্থিতিতে টক-ব্যাক সিস্টেম, জিপিএস-সক্ষম এলইডি স্ক্রিন, এবং মডুলার অ্যালুমিনিয়াম লাগেজ র্যাকের মতো আধুনিক সুবিধা।

আরও পড়ুন -  বিদেশ থেকে চিকিৎসার জিনিস আনার ব্যবস্থা করলেন বলিউড শাহেনশা, অক্সিজেন কনসেনট্রেটর ও ভেন্টিলেটর

গরমের সময় রেলের উপহার গ্রীষ্মের দাবদাহে শিয়ালদহ ডিভিশনে এসি লোকাল ট্রেন চালু হলে শহরতলির যাত্রীরা বড় স্বস্তি পাবেন। আরামের পাশাপাশি নিরাপত্তার বিষয়েও বিশেষ নজর দেওয়া হয়েছে, যাতে যাত্রীদের জন্য যাত্রা আরও সহজ ও নির্ভরযোগ্য হয়।

আরও পড়ুন -  First Red Card: প্রথম লালকার্ড পেলেন হেনেসি, কাতার বিশ্বকাপে

কোন রুটে চলবে এসি লোকাল ট্রেন? বিজেপি সাংসদ জগন্নাথ সরকার কিছুদিন আগে এক ফেসবুক পোস্টে জানান, বাংলার প্রথম এসি লোকাল ট্রেন শিয়ালদহ থেকে কৃষ্ণনগর পর্যন্ত চলবে। দ্বিতীয় ট্রেনটির রুট এখনও নির্ধারিত না হলেও এটি কৃষ্ণনগর রুটেই চলতে পারে বলে অনুমান করা হচ্ছে।

খুব শীঘ্রই এই অত্যাধুনিক এসি লোকাল ট্রেনগুলোর যাত্রা শুরু হতে চলেছে, যা শহরতলির অসংখ্য যাত্রীর জন্য এক নতুন অভিজ্ঞতা আনতে চলেছে!