LPG Gas Cylinder Price: এলপিজি গ্যাস সিলিন্ডারের মূল্যবৃদ্ধি, স্বস্তির সুযোগ নেই!

Published By: Khabar India Online | Published On:

LPG Gas Cylinder Price: এলপিজি গ্যাস সিলিন্ডারের মূল্যবৃদ্ধি, স্বস্তির সুযোগ নেই!

ফেব্রুয়ারিতে কিছুটা কমার পর আবারও বেড়ে গেল বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম। এবার প্রতি সিলিন্ডারে মূল্যবৃদ্ধি হয়েছে ৬ টাকা, ফলে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাসের নতুন দাম দাঁড়িয়েছে ১,৯১৩ টাকা, যা পূর্বে ছিল ১,৯০৭ টাকা। নতুন এই মূল্য ১ মার্চ থেকেই কার্যকর হবে। তবে গৃহস্থালির রান্নার গ্যাসের দাম অপরিবর্তিত থাকছে।

আরও পড়ুন -  VIDEO: Ullu-র ওয়েব সিরিজের থেকেও বেশি হট, আম্রপালি-নিরাহুয়ার রোম্যান্স, স্নানঘরে

গ্যাসের দামের ওঠানামার পরিসংখ্যান
গত ১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ বাজেট পেশের আগে বাণিজ্যিক গ্যাসের দাম ৭ টাকা কমিয়েছিলেন। তবে এবার তা পুনরায় ৬ টাকা বৃদ্ধি পেল। ২০২৪ সালে এই ১৯ কেজি সিলিন্ডারের দাম ৬২ টাকা বেড়েছিল, যদিও নতুন বছরের শুরুতে কিছুটা হ্রাস পেয়েছিল।

আরও পড়ুন -  Viral: নায়িকা ইনায়ার সঙ্গে অশ্লীল ভঙ্গিতে নাচ পরিচালক রামগোপাল বর্মার ! হইচই নেটমহলে

বিভিন্ন শহরে বাণিজ্যিক গ্যাসের দাম (ফেব্রুয়ারি অনুযায়ী)
• মুম্বই: ১৯ কেজি বাণিজ্যিক গ্যাসের দাম ১,৭৪৯.৫ টাকা (জানুয়ারিতে ছিল ১,৭৫৬ টাকা)
• চেন্নাই: জানুয়ারিতে ১,৯৬৬ টাকা থাকলেও, ফেব্রুয়ারিতে কমে ১,৯৫৯.৫ টাকা হয়

সাম্প্রতিক পরিবর্তন
জানুয়ারিতে প্রতি সিলিন্ডারে ১৪.৫০ টাকা কমেছিল, ফেব্রুয়ারিতে আরও ৭ টাকা হ্রাস পেয়েছিল। তবে বাজেটের আগে কমার পর এবার আবারও দাম বৃদ্ধি পেল।

আরও পড়ুন -  আমফান এর পর পরিবেশ রক্ষায় এক লক্ষ গাছ বসাবে ভারত সেবাশ্রম

বিশেষজ্ঞদের মতে, সাধারণ ভোক্তাদের রান্নার গ্যাসের মূল্য স্থিতিশীল থাকলেও, বাণিজ্যিক খাতে এই মূল্যবৃদ্ধি বড় প্রভাব ফেলতে পারে। ফলে হোটেল, রেস্তোরাঁ ও অন্যান্য ব্যবসার খরচ বাড়তে পারে, যা সামগ্রিক অর্থনীতির ওপরও প্রভাব ফেলবে।