Google Pay ব্যবহারকারীদের জন্য নতুন নিয়ম, কিছু লেনদেনে চার্জ প্রযোজ্য!

Published By: Khabar India Online | Published On:

Google Pay ব্যবহারকারীদের জন্য নতুন নিয়ম, কিছু লেনদেনে চার্জ প্রযোজ্য!

বর্তমানে মুঠোফোনই হয়ে উঠেছে ডিজিটাল পার্স। বিদ্যুৎ বিল থেকে শুরু করে রাস্তার ধারের ফুচকা—সবকিছুতেই জনপ্রিয় অনলাইন পেমেন্ট মাধ্যম Google Pay। এতদিন এই প্ল্যাটফর্মে সমস্ত লেনদেন বিনামূল্যে করা যেত, তবে এবার কিছু নির্দিষ্ট লেনদেনের ক্ষেত্রে গ্রাহকদের গুনতে হবে অতিরিক্ত চার্জ।

কোন কোন পেমেন্টে চার্জ কাটবে?
ইকোনমিক টাইমসের এক প্রতিবেদন অনুযায়ী, Google Pay এখন নির্দিষ্ট কিছু লেনদেনে “Convenience Fee” বা সুবিধা ফি আরোপ করছে।

আরও পড়ুন -  Kiev: ১২০২ মরদেহ উদ্ধার, ইউক্রেনের কিয়েভ অঞ্চল থেকে

• বিশেষ করে গ্যাস ও বিদ্যুৎ বিলের মতো ছোট লেনদেনে এই চার্জ প্রযোজ্য হবে।
• চার্জের হার ০.৫% থেকে ১% পর্যন্ত হতে পারে এবং তার উপর যুক্ত হবে GST।
• তবে UPI পেমেন্টে কোনও অতিরিক্ত চার্জ লাগবে না।
• Rupay কার্ডের মাধ্যমেও বিল পেমেন্ট করলে এই চার্জ কাটবে।

আরও পড়ুন -  Ukraine: ইউক্রেনের দুই জেনারেলসহ ৫০ নিহত ক্ষেপণাস্ত্র হামলায়, দাবি রাশিয়ার

কীভাবে এই চার্জ প্রযোজ্য হবে?
• Google Pay-এ বিল পেমেন্টের সময়, মোট পরিশোধযোগ্য টাকার সঙ্গে সুবিধা ফি স্বয়ংক্রিয়ভাবে যোগ হবে।
• Google Pay অ্যাপের ট্রানজ্যাকশন হিস্টোরিতে গিয়ে এই চার্জ দেখতে পারবেন।
• প্রতিটি ট্রানজাকশনে আলাদা করে এই চার্জ যুক্ত হবে।

পেমেন্ট ব্যর্থ হলে কী হবে?
• যদি কোনও কারণে পেমেন্ট ব্যর্থ হয়, তবে কাটা চার্জ কয়েক দিনের মধ্যে ফেরত পাঠানো হবে।

আরও পড়ুন -  Indian Railways: হাওড়া থেকে বারাণসী মাত্র ২ ঘণ্টায়! পূর্ব ভারতে আসছে দেশের দ্বিতীয় বুলেট ট্রেন

আপনিও কি এই চার্জের আওতায় পড়বেন?
যদি আপনি Google Pay-এর মাধ্যমে বন্ধু বা পরিবারের কারও বিল পরিশোধ করেন, তাহলেও এই চার্জ প্রযোজ্য হবে। তবে UPI-র মাধ্যমে পেমেন্ট করলে কোনও চার্জ লাগবে না।

নতুন চার্জের নিয়ম পেমেন্টের সময় স্ক্রিনে দেখানো হবে। আরও বিস্তারিত জানতে Google Pay-এর অফিসিয়াল নোটিফিকেশন বা ওয়েবসাইট দেখুন।