Ration Card: ই-কেওয়াইসি বাধ্যতামূলক, ২৮শে ফেব্রুয়ারি শেষ সময়সীমা

Published By: Khabar India Online | Published On:

Ration Card: ই-কেওয়াইসি বাধ্যতামূলক, ২৮শে ফেব্রুয়ারি শেষ সময়সীমা।

রেশন কার্ড: রাজ্যের সকল রেশন কার্ডধারীদের জন্য ই-কেওয়াইসি করার চূড়ান্ত সময়সীমা ২৮ ফেব্রুয়ারি ২০২৫ নির্ধারণ করা হয়েছে। সরকারি তথ্য অনুসারে, এখনো ১১ লক্ষ ৬৪ হাজার ৬৪৯ জন রেশন কার্ডধারী ই-কেওয়াইসি প্রক্রিয়া সম্পন্ন করেননি।

কাদের জন্য ই-কেওয়াইসি বাধ্যতামূলক?
জাতীয় খাদ্য নিরাপত্তা আইনের আওতায় পরিচালিত নিম্নলিখিত রেশন কার্ডধারীদের জন্য ই-কেওয়াইসি বাধ্যতামূলক—
• PH (গোলাপী কার্ড)
• AAY (হলুদ কার্ড)
• সবুজ ও অন্যান্য রেশন কার্ডধারী

আরও পড়ুন -  Ration Card: বাতিল হতে পারে রেশন কার্ড, এই তারিখের পর আসছে খারাপ খবর

ই-কেওয়াইসি প্রক্রিয়ায় বাধা
অনেক সুবিধাভোগী বিভিন্ন সমস্যার কারণে ই-কেওয়াইসি করতে পারছেন না, যেমন—
• সার্ভারের ধীরগতি
• নেটওয়ার্ক সমস্যার কারণে বিলম্ব
• আধারের সাথে নাম লিঙ্ক না থাকা
• থাম্ব প্রিন্ট যাচাইয়ে সমস্যা

আরও পড়ুন -  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭১ তম জন্মদিবস, দেশজুড়ে একাধিক কর্মসূচি পালন করা হবে

নির্ধারিত সময়সীমা: ২৮ ফেব্রুয়ারি ২০২৫
সরকার ২৮ ফেব্রুয়ারি ২০২৫-কে ই-কেওয়াইসি করার শেষ তারিখ হিসেবে ঘোষণা করেছে। সময়সীমার মধ্যে প্রক্রিয়া সম্পন্ন না হলে
• রেশন কার্ড বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে
• সরকারি রেশন ও অন্যান্য সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন সুবিধাভোগীরা

বর্তমান ই-কেওয়াইসি অবস্থা
খাদ্য সরবরাহ বিভাগের তথ্য অনুযায়ী

আরও পড়ুন -  গ্রাহকদের যাবতীয় মুশকিল আসান রেশন ব্যবস্থায়, ১ লা মার্চ থেকে

• মোট রেশন কার্ডধারী: ৬৮,২১,০৬০ জন
• ইতিমধ্যে ই-কেওয়াইসি সম্পন্ন হয়েছে: ৫৬,৫৬,৪১১ জন
• ই-কেওয়াইসি বাকি রয়েছে: ১১,৬৪,৬৪৯ জন

নাগরিকদের জন্য পরামর্শ
যারা এখনও ই-কেওয়াইসি করেননি, তাদের দ্রুত প্রক্রিয়া সম্পন্ন করার অনুরোধ জানানো হচ্ছে, যাতে ভবিষ্যতে সরকারি রেশন ও অন্যান্য সুবিধা পাওয়ার ক্ষেত্রে কোনও সমস্যার সম্মুখীন না হন।