ভাইরাল ভিডিও: ট্রেন্ডি বলিউড গানের তালে মোনালিসার মোহময়ী নৃত্য, ফ্যানদের উচ্ছ্বাস—‘কুইন অফ হার্ট!’
ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী মোনালিসা আবারও সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছেন তার নজরকাড়া নাচের মাধ্যমে। সৌন্দর্য ও অভিনয়ের দক্ষতার জন্য তিনি বরাবরই প্রশংসিত, আর এবার এক নতুন রিল ভিডিওতে তার অনন্য নৃত্যশৈলী মুগ্ধ করেছে ভক্তদের।
মোনালিসার ভাইরাল নাচের ভিডিও
সম্প্রতি মোনালিসা তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে তিনি ট্রেন্ডিং বলিউড গানের তালে অসাধারণ নাচ পরিবেশন করেছেন। ভিডিওতে তাকে দেখা যাচ্ছে ফ্লোরাল প্রিন্টের ক্রপ টপ ও ডিজাইনার স্কার্টে, যা তার লুককে আরও আকর্ষণীয় করে তুলেছে। মোহময়ী ভঙ্গি ও আকর্ষণীয় অভিব্যক্তির মাধ্যমে তিনি ক্যামেরার সামনে যেভাবে পারফর্ম করেছেন, তা নেটিজেনদের মন জয় করে নিয়েছে।
ভিডিওটি প্রকাশের পরপরই তা সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ভাইরাল হয়ে যায়। হাজার হাজার মানুষ এটি দেখে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন, আর মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই ভিডিওটি বিপুলসংখ্যক ভিউ এবং লাইক সংগ্রহ করেছে।
নেটিজেনদের প্রতিক্রিয়া
মোনালিসার এই নাচ দেখে তার ভক্তরা উচ্ছ্বসিত। একজন লিখেছেন, “মোনালিসা, তুমি সত্যিই দুর্দান্ত! তোমার নাচ দেখে মুগ্ধ হয়ে গেছি।” আরেকজন মন্তব্য করেছেন, “তুমি যে হৃদয়ের রানি, এতে কোনো সন্দেহ নেই!”
সোশ্যাল মিডিয়ায় বরাবরই সক্রিয় মোনালিসা, আর মাঝে মাঝেই তার স্টাইলিশ ও হট লুকে মুগ্ধ করেন ভক্তদের। এই ভাইরাল ভিডিওও তার জনপ্রিয়তার আরও একটি প্রমাণ। আপনি যদি এখনও ভিডিওটি না দেখে থাকেন, তবে এখনই দেখে নিন!
View this post on Instagram