Indian Railways: শিয়ালদহ ডিভিশনের বেশ কয়েকটি লোকাল ট্রেন বাতিল থাকবে

Published By: Khabar India Online | Published On:

Indian Railways: শিয়ালদহ ডিভিশনের বেশ কয়েকটি লোকাল ট্রেন বাতিল থাকবে।

আগামী ৮ ফেব্রুয়ারি রাত ১০:১৫ থেকে ৯ ফেব্রুয়ারি সকাল ৮টা পর্যন্ত পাওয়ার ব্লকের কারণে শিয়ালদহ ডিভিশনের বেশ কয়েকটি লোকাল ট্রেন বাতিল থাকবে এবং কিছু ট্রেনের রুট পরিবর্তন করা হবে। বাসুলডাঙা স্টেশনে ফুট ওভার ব্রিজ নির্মাণের কাজ চলার ফলে প্রায় সাড়ে ৯ ঘণ্টা ট্রেন চলাচলে বিঘ্ন ঘটবে। রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, যাত্রীদের এই সময়ের মধ্যে বিকল্প ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেওয়া হচ্ছে।

আরও পড়ুন -  Pathaan Box Office: ‘পাঠান’ বক্স অফিসে মন্থর তৃতীয় দিনেই, ভাঙল না কেজিএফ-বাহুবলীর রেকর্ড

বাতিল ট্রেনের তালিকা

৮ ফেব্রুয়ারি (শনিবার)
ডাউন লোকাল ট্রেন:
• ৩৪৮৬০, ৩৪৮৫৬ (শিয়ালদহ-ডায়মন্ড হারবার লোকাল)
আপ লোকাল ট্রেন:
• ৩৪৮৫৭ (ডায়মন্ড হারবার-শিয়ালদহ লোকাল)
৯ ফেব্রুয়ারি (রবিবার)
আপ লোকাল ট্রেন:
• ৩৪৮১২, ৩৪৮১৫, ৩৪৮১৭, ৩৪৮২৩ (ডায়মন্ড হারবার – শিয়ালদহ লোকাল)
ডাউন লোকাল ট্রেন:
• ৩৪৮১২, ৩৪৮১৮, ৩৪৮২০
• ৩৪৮৮২ (সোনারপুর – ডায়মন্ড হারবার লোকাল)
• ৩৪৮৯১ (ডায়মন্ড হারবার – বারুইপুর লোকাল)

আরও পড়ুন -  গুগল নিষ্ক্রিয় অ্যাকাউন্ট ডিলিটের সিদ্ধান্ত নিয়েছে

পরিবর্তিত রুটের ট্রেন
• ৩৪৮৫৪/৩৪৮৫৯ (শিয়ালদহ – ডায়মন্ড হারবার – শিয়ালদহ লোকাল) → মগরাহাট থেকে ছাড়বে।
• ৩৪৮৫৮ (শিয়ালদহ – ডায়মন্ড হারবার লোকাল) → ৮ ফেব্রুয়ারি বারুইপুরে এসে থামবে।
• ৩৪৮১১ (ডায়মন্ড হারবার – শিয়ালদহ লোকাল) → ৯ ফেব্রুয়ারি বারুইপুর থেকে ছাড়বে।
• ৩৪৮১৪/৩৪৮১৯ (শিয়ালদহ – ডায়মন্ড হারবার – শিয়ালদহ লোকাল) → ৯ ফেব্রুয়ারি মগরাহাট থেকে চলবে এবং সংক্ষিপ্তভাবে বন্ধ থাকবে।

আরও পড়ুন -  Railway Group D Recruitment: ৩৩ হাজার শূন্যপদে সুযোগ, জেনে নিন বিস্তারিত

যাত্রীদের জন্য পরামর্শ
• যাত্রার আগে রেলওয়ে স্টেশন বা অনলাইন ট্রেন শিডিউল চেক করুন।
• জরুরি কাজে বের হলে বিকল্প পরিবহনের ব্যবস্থা রাখুন।
• ডায়মন্ড হারবার, সোনারপুর, বারুইপুর বা আশপাশের স্টেশনগুলিতে যেতে হলে আগেভাগেই পরিকল্পনা করুন।
• আরও তথ্যের জন্য রেলের অফিসিয়াল ওয়েবসাইট ও স্টেশনের তথ্য পরিষেবা ব্যবহার করুন।