Reliance Jio গ্রাহকদের জন্য সুখবর! সাশ্রয়ী মূল্যে নতুন রিচার্জ প্ল্যান চালু করলো Jio, প্রতিদ্বন্দ্বীদের মধ্যে বাড়লো উদ্বেগ

Published By: Khabar India Online | Published On:

Reliance Jio গ্রাহকদের জন্য সুখবর! সাশ্রয়ী মূল্যে নতুন রিচার্জ প্ল্যান চালু করলো Jio, প্রতিদ্বন্দ্বীদের মধ্যে বাড়লো উদ্বেগ।

সম্প্রতি, Reliance Jio তার 189 টাকার রিচার্জ প্ল্যান বন্ধ করার পর পুনরায় চালু করেছে। এটি ‘affordable packs’ ক্যাটাগরির ‘ভ্যালু’ সেকশনে যুক্ত হয়েছে। পাশাপাশি, Jio তার 448 টাকার রিচার্জ প্ল্যানের দাম কমিয়ে 445 টাকা করেছে। আসুন, এই নতুন রিচার্জ প্ল্যানের দাম ও সুবিধাগুলো জেনে নিই।

আরও পড়ুন -  আবার চমক নিয়ে আসছে নেটদুনিয়ায়, এলাকা বড় হোক লাগাতার চলবে হাইস্পিড ইন্টারনেট, ফের বিপ্লব জিওর

Jio 445 টাকার রিচার্জ প্ল্যান
Jio তার 448 টাকার রিচার্জ প্ল্যানের মূল্য 3 টাকা কমিয়ে 445 টাকা করেছে। এই প্ল্যানে গ্রাহকদের জন্য ভয়েস কল এবং ডেটা সুবিধা অন্তর্ভুক্ত রয়েছে।

কেন কমানো হলো 448 টাকার প্ল্যানের দাম?
Jio সম্প্রতি একটি 448 টাকার ভয়েস-অনলি রিচার্জ প্ল্যান চালু করেছে, যেখানে কোনো ডেটা সুবিধা নেই। গ্রাহকদের বিভ্রান্তি এড়ানোর জন্য Jio 448 টাকার ডেটাসহ প্ল্যানের দাম কমিয়ে 445 টাকা করেছে।

আরও পড়ুন -  ব্লাউজ না পরে ‘ডোলা রে’ গানে সুন্দরী যুবতীর নৌকার উপর দারুণ নাচ, চট করে ভিডিও দেখে নিন

Jio 445 টাকার রিচার্জ প্ল্যানের সুবিধাসমূহ:
• ভ্যালিডিটি: 28 দিন
• ডেটা: প্রতিদিন 2GB (মোট 56GB ডেটা)
• কলিং: আনলিমিটেড কলিং সুবিধা
• SMS: প্রতিদিন 100টি ফ্রি SMS

অতিরিক্ত সুবিধা:
445 টাকার রিচার্জ প্ল্যানে Jio গ্রাহকরা নিচের জনপ্রিয় OTT প্ল্যাটফর্মগুলোর সাবস্ক্রিপশন পাবেন:
• Zee5
• JioCinema Premium
• SonyLIV
• Lionsgate Play
• Kanchha Lannka
• Discovery+
• SunNXT
• Hoichoi
• FanCode
• Planet Marathi
• Chaupal

আরও পড়ুন -  Jio-Airtel-Vi হার মানলেন BSNL-এর কাছে, রিচার্জ মূল্য এতো হয়েছে

এছাড়াও, JioTV এবং JioCloud পরিষেবা বিনামূল্যে পাওয়া যাবে।

Jio তার গ্রাহকদের আরও সাশ্রয়ী পরিষেবা দিতে এই রিচার্জ প্ল্যানের দাম কমিয়েছে। এর ফলে, Airtel, BSNL ও Vi-এর মতো প্রতিদ্বন্দ্বীরা বাজারে বাড়তি চাপে পড়তে পারে।