আসানসোল পুরনিগমের মাথায় এবার বিশেষ সম্মাণের জোড়া পালক

Published By: Khabar India Online | Published On:

টুঙ্কা সাহা, খবরইন্ডিয়াঅনলাইন, আসানসোলঃ আসানসোল পুরনিগমের মাথায় এবার বিশেষ সম্মাণের জোড়া পালক। সোমবার আসানসোল পুরনিগমের বর্তমান প্রশাসনিক বোর্ডের চেয়ার ম্যান জিতেন্দ্র তিওয়ারি বলেন,কুলটির মানুষের পানীয় জলের সমস্যার সমাধানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আসানসোল পুরনিগমকে দায়িত্ব দিয়েছিলেন। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই কুলটির জল প্রকল্পের কাজ শুরু করে সময়সীমার অনেক আগেই শেষ করা হয়। মুখ্যমন্ত্রী জল প্রকল্পের উদ্ধোধনের পর যার মাধ্যমে কুলটির বহু মানুষ উপকৃত হচ্ছেন ৷ পাশাপাশি আসানসোল পুরনিগমের পক্ষ থেকে জনসাধারণের জন্যে “এগিয়ে আসানসোল” নামে একটি অন লাইন পরিষেবা চালু করা হয় ৷ যার মাধ্যমে ট্যাক্স সিস্টেম ও ট্রেড লাইসেন্স বিষয়গুলি শুরু করা হয় করোনা সংক্রমণ পরিস্থিতিতে মানুষকে স্বাস্থ্যবিধি অনুসারে সুরক্ষিত রাখতে ৷ বর্তমানেও এই পরিষেবা চালু রয়েছে। পুরনিগমের এই দুই দৃষ্টান্ত মূলক কাজকেই দেশের বিশেষ সম্মাণে সম্মাণিত করা হচ্ছে ৷ যার নাম স্কচ অর্ডার অব মেরিট এওয়ার্ড। এই সংবাদ আসানসোল পুরনিগমের পক্ষে বিশেষ গর্বের।

আরও পড়ুন -  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাঁকুড়া সফর সূচি