এবার আসানসোল জেলা হাসপাতলে ওয়াটার এটিএম

Published By: Khabar India Online | Published On:

টুঙ্কা সাহা, খবরইন্ডিয়াঅনলাইন, আসানসোলঃ আসানসোল জেলা হাসপাতালে রোগী ও রোগী পরিবারের সুবিধার্তে জনস্বাস্থ্যকারিগরি বিভাগের সহযোগিতায় ওয়াটার ATM করা হোলো। প্রায় ২০০০ লিটারের জলাধার নিয়ে এই ওয়াটার এটিএম গড়ে তুলে হয়েছে ৷ যেখানে ঘন্টায় ১৫০ লিটার জল পরিষেবা দেবে এমনটাই জানিয়েছেন PHE ইঞ্জিনিয়ার। সোমবার রাজ্যের মন্ত্রী মলয় ঘটকের হাত দিয়ে ফিতা কেটে এই ওয়াটার এটিএমের শুভ উদ্বোধন করা হয় ৷ এই উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন আসানসোল জেলা হাসপাতালের সুপার নিখিল চন্দ্র দাস , সহকারি সুপার কঙ্কন রায়, ভাস্কর হাজরা ও PHE দপ্তরের আধিকারিক সহ হাসপাতালের চিকিৎসক ও অন্যান্য স্বাস্থ্যকর্মীরা। হাসপাতাল চত্বরে ওয়াটার এটিএম পরিষেবা পেয়ে স্থানীয় ও রোগীর পরিবারের লোকেরা খুশি ব্যক্ত করে ধন্যবাদ জানিয়েছেন রাজ্য সরকারকে।

আরও পড়ুন -  বড় ধাক্কা রেলযাত্রীদের জন্য, আর মিলবে না ট্রেনের এই বিশেষ সুবিধা