Bima Sakhi Yojana: প্রতি মাসে ৬ হাজার টাকা উপার্জনের সুযোগ, কেন্দ্রীয় সরকারের বড় উদ্যোগ

Published By: Khabar India Online | Published On:

Bima Sakhi Yojana: প্রতি মাসে ৬ হাজার টাকা উপার্জনের সুযোগ, কেন্দ্রীয় সরকারের বড় উদ্যোগ।

বিমা সখী যোজনা:

গ্রামীণ নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কেন্দ্রীয় সরকার “বিমা সখী যোজনা” চালু করার পরিকল্পনা করেছে। ভারতীয় জীবন বীমা নিগম (LIC)-এর সঙ্গে যৌথভাবে এই প্রকল্প পরিচালিত হবে।

প্রধানমন্ত্রী দ্বারা উদ্বোধন
হরিয়ানার পানিপথে এক বিশাল জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন হরিয়ানার রাজ্যপাল বান্দারু দত্তাত্রেয়, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টরসহ অন্যান্য কেন্দ্রীয় ও রাজ্য স্তরের নেতৃবৃন্দ।

আরও পড়ুন -  বেপরোয়া ভাবে বাইক চালানোর প্রতিবাদ করায়, সিআরপিএফ কর্মীকে বেধড়ক মারধোর

প্রকল্পের উদ্দেশ্য ও সুযোগ
“বিমা সখী যোজনা”-র মাধ্যমে গ্রামীণ নারীদের LIC-এর এজেন্ট হিসেবে নিযুক্ত করা হবে। এই প্রকল্প নারীদের অর্থনৈতিকভাবে সাবলম্বী করে তুলতে সহায়ক হবে।
• প্রথম বছরে প্রতি মাসে ৭০০০ টাকা বেতন।
• দ্বিতীয় বছরে ৬০০০ টাকা এবং তৃতীয় বছরে ৫০০০ টাকা বেতন।
• লক্ষ্য পূরণ করলে প্রতি মাসে ২১০০ টাকা অতিরিক্ত ইনসেন্টিভ।
• কাজের ভিত্তিতে বেতন বৃদ্ধি এবং অন্যান্য সুযোগ-সুবিধাও থাকবে।

আরও পড়ুন -  শরীর ফ্লান্ট করছেন Janhvi Kapoor ছোট পোশাকে, ছবি দেখে বেহুঁশ ভক্তরা

আবেদন করার যোগ্যতা
শুরুতে ৩৫,০০০ মহিলা এই প্রকল্পের আওতায় আসবেন এবং পরবর্তীতে আরও ৫০,০০০ মহিলাকে যুক্ত করা হবে।
• আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক পাশ।
• বয়সসীমা: ১৮ থেকে ৫০ বছর।

আরও পড়ুন -  Gold Price Today: কলকাতার বাজারে লক্ষ্মীবার সোনা কেনা যাবে? দাম কেমন আজকে?

এই প্রকল্পের মাধ্যমে গ্রামীণ মহিলারা কেবল স্বনির্ভর হবেন না, বরং সমাজে তাদের অবস্থান আরও শক্তিশালী হবে।