Pushpa 2 Collection: ৫ দিনে আয় কত কোটি? জানুন বিস্তারিত

Published By: Khabar India Online | Published On:

Pushpa 2 Collection: ৫ দিনে আয় কত কোটি? জানুন বিস্তারিত।

পুষ্পা ২: ৫০০ কোটি টাকার বিশাল বাজেটে নির্মিত ‘পুষ্পা ২’ সিনেমায় অভিনেতা আল্লু অর্জুন পেয়েছেন ৩০০ কোটি টাকা।

২০২১ সালে মুক্তিপ্রাপ্ত ‘পুষ্পা: দ্য রাইজ’ দর্শকদের মনে বিপুল সাড়া জাগানোর পর, সিক্যুয়াল নিয়ে ছিল তুমুল উত্তেজনা। অবশেষে চলতি মাসের ৫ তারিখে মুক্তি পেয়েছে বহুল প্রতীক্ষিত সিক্যুয়াল “পুষ্পা ২”। সুকুমার পরিচালিত এই অ্যাকশন-ড্রামা চলচ্চিত্রে আল্লু অর্জুন ও রশ্মিকা মান্দানার অভিনয় দর্শকদের মুগ্ধ করেছে।

আরও পড়ুন -  Asia Cup 2023: “সার্জিক্যাল স্ট্রাইক” পাকিস্তান ক্রিকেটে! এই জন্য হুঁশিয়ারি দিল PCB-কে ICC

প্রথম পর্বের মতোই, ‘পুষ্পা ২’ উপার্জনের ক্ষেত্রেও নজরকাড়া সাফল্য অর্জন করেছে। মুক্তির প্রথম দিনেই এটি আয়ের রেকর্ড গড়ে। মালায়ালাম, কন্নড়, তামিল ও হিন্দি ভাষায় মুক্তি পাওয়া এই সিনেমা প্রথম পাঁচ দিনে ভেঙেছে একাধিক রেকর্ড।

আরও পড়ুন -  Health Workers: প্রায় ২ লাখ স্বাস্থ্যকর্মীর, করোনায় প্রাণ গেছে

সিনেমা-বিষয়ক সংস্থাগুলোর মতে, পাঁচ দিনের মধ্যেই ‘পুষ্পা ২’ ৮০০ কোটির আয় ছুঁয়েছে। যদিও নির্মাতাদের দেওয়া তথ্য অনুসারে, সিনেমাটি পাঁচ দিনে আয় করেছে প্রায় ৩৩৯ কোটি টাকা। তবে সিনেমা প্রেমীদের ধারণা, শীঘ্রই এটি ৯০০ কোটির সীমা অতিক্রম করবে।

আরও পড়ুন -  হায়দ্রাবাদে হয়ে গেল জাঁকজমকপূর্ণ মহড়া, পুষ্পা ছবির দ্বিতীয় অধ্যায়ের

প্রথম কয়েক দিনে দর্শকের ভিড় উপচে পড়লেও ধীরে ধীরে দর্শক উপস্থিতি কিছুটা কমেছে, যা উপার্জনের পরিমাণেও প্রভাব ফেলছে। তবে তবুও, আল্লু অর্জুনের দুর্দান্ত অভিনয় ও সুকুমারের নির্মাণশৈলীর জন্য ‘পুষ্পা ২’ ইতিমধ্যেই বছরের অন্যতম সফল সিনেমা হিসেবে চিহ্নিত হয়েছে।