Madhyamik Exam: মাধ্যমিক ২০২৫ পরীক্ষার সময়সূচি

Published By: Khabar India Online | Published On:

Madhyamik Exam: মাধ্যমিক ২০২৫ পরীক্ষার সময়সূচি।

২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষা শুরু হতে চলেছে আগামী বছরের ফেব্রুয়ারিতে। মধ্যশিক্ষা পর্ষদ প্রকাশিত সময়সূচি অনুযায়ী, এই পরীক্ষা শুরু হবে ১০ই ফেব্রুয়ারি এবং চলবে ২২শে ফেব্রুয়ারি পর্যন্ত। বরাবরের মতো এবারও বাংলা পরীক্ষা দিয়েই শুরু হবে মাধ্যমিক। তবে এবারের সময়সূচিতে ছুটির পরিমাণ তুলনামূলকভাবে কিছুটা বেশি রাখা হয়েছে।

আরও পড়ুন -  তৃতীয় সেমিস্টারের পরীক্ষা না হতেই রেজাল্ট প্রকাশিত করে দেওয়ার প্রতিবাদ ছাত্র-ছাত্রীদের

মাধ্যমিক ২০২৫ পরীক্ষার সময়সূচি:
• ১০ই ফেব্রুয়ারি (সোমবার): বাংলা
• ১১ই ফেব্রুয়ারি (মঙ্গলবার): ইংরেজি
• ১৫ই ফেব্রুয়ারি (শনিবার): গণিত
• ১৭ই ফেব্রুয়ারি (সোমবার): ইতিহাস
• ১৮ই ফেব্রুয়ারি (মঙ্গলবার): ভূগোল
• ১৯শে ফেব্রুয়ারি (বুধবার): জীবন বিজ্ঞান
• ২০শে ফেব্রুয়ারি (বৃহস্পতিবার): ভৌত বিজ্ঞান
• ২২শে ফেব্রুয়ারি (শনিবার): ঐচ্ছিক বিষয়

আরও পড়ুন -  দীপাবলির প্রাক্কালে বাজি বিক্রি রুখতে পুলিশ এবং দমকলের যৌথ অভিযান মালদার হরিশ্চন্দ্রপুর এ

ছাত্রছাত্রীদের জন্য পরীক্ষা শুরুর পর থেকে টানা পরীক্ষা হলেও মাঝে কিছুদিন ছুটির ব্যবস্থা রাখা হয়েছে, যা প্রস্তুতির জন্য সহায়ক হবে। প্রথম দুই দিনের পর ৩ দিন বিরতি থাকবে, যা গণিত পরীক্ষার আগে চাপ কমাতে সাহায্য করবে।
এই সময়সূচি মাথায় রেখে প্রস্তুতি শুরু করুন, যাতে পরীক্ষায় ভালো ফলাফল করতে পারেন।

আরও পড়ুন -  Kojagari Lakshmi Puja: কোজাগরী লক্ষীপুজো পূর্ণিমার রাতে করা হয়, কারণ