Local Train: শনি ও রবিবার ট্রেন বাতিল, দেখুন পুরো তালিকা।
ভারতীয় রেলে আবারো ট্রেন বাতিলের খবর। শিয়ালদহ শাখায় যাত্রীদের জন্য আসছে বড়সড় দুর্ভোগ। পূর্ব রেলের নতুন নির্দেশিকা অনুযায়ী, আগামী শনিবার (৭ ডিসেম্বর) ও রবিবার (৮ ডিসেম্বর) একাধিক লোকাল ট্রেন বাতিল থাকছে।
গত কয়েক মাসে হাওড়া ও শিয়ালদহ শাখায় ট্রেন বাতিলের ঘটনা একাধিকবার ঘটেছে। কখনো সিগন্যালিং কাজ, কখনো ওভারহেড লাইনের কাজ আবার কখনো অন্য প্রযুক্তিগত উন্নয়নের কারণে ট্রেন পরিষেবা ব্যাহত হয়েছে। সম্প্রতি হাওড়া শাখায় মশাগ্রাম স্টেশনে লাইন সংযোগের কাজের জন্য ট্রেন বাতিল হয়েছিল। এবার শিয়ালদহ ডিভিশনের কালীনারায়ণপুর জংশনে কাজের কারণে বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও, কিছু ট্রেনের সময়সূচি ও যাত্রাপথেও পরিবর্তন করা হয়েছে।
৭ ডিসেম্বর শনিবার: বাতিল ট্রেনের তালিকা
১. শিয়ালদহ-শান্তিপুর: আপ 31539 / ডাউন 31538
২. শিয়ালদহ-কৃষ্ণনগর: আপ 31843 / ডাউন 31838
৩. শিয়ালদহ-লালগোলা: আপ 03191 / ডাউন 03190
৮ ডিসেম্বর রবিবার: বাতিল ট্রেনের তালিকা
৪. রানাঘাট-কৃষ্ণনগর: আপ 31721, 31723 / ডাউন 31722
৫. শিয়ালদহ-কৃষ্ণনগর: আপ 31811 / ডাউন 31812, 31816
৬. রানাঘাট-শান্তিপুর: আপ 31785 / ডাউন 31788
৭. রানাঘাট-লালগোলা: আপ 31765 / ডাউন 31768
৮. শিয়ালদহ-শান্তিপুর: আপ 31511 / ডাউন 31514
সময়সূচি ও যাত্রাপথ পরিবর্তিত ট্রেন
• শনিবার:
শিয়ালদহ-শান্তিপুর লোকাল (31541)
শান্তিপুর-শিয়ালদহ লোকাল (31512)
• রবিবার:
শিয়ালদহ-লালগোলা প্যাসেঞ্জার স্পেশাল (03171)
যাত্রীরা যাত্রা পরিকল্পনার আগে এই তালিকা দেখে নেবেন এবং প্রয়োজনীয় বিকল্প ব্যবস্থা করবেন।