Puspa 2 Movies: ঝড় তুলছে আল্লু অর্জুন ও রশ্মিকার জাদু!
দক্ষিণী সিনেমার নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে ‘পুষ্পা ২’-এর মাধ্যমে। বছরখানেক আগে মুক্তি পাওয়া ব্লকবাস্টার সিনেমা ‘পুষ্পা’-এর রেশ কাটতে না কাটতেই এই সিক্যুয়েলের ট্রেলার মুক্তি পেয়েছে। গত রবিবার প্রকাশিত ২ মিনিট ৪৪ সেকেন্ডের এই ট্রেলার দেখে ভক্তরা একপ্রকার নিশ্চিত যে, ‘পুষ্পা ২’ তাদের প্রত্যাশা পূরণ করবে এবং আরও বেশি চমক নিয়ে আসবে।
‘পুষ্পা’ সিনেমার অন্যতম আকর্ষণ ছিল আল্লু অর্জুন এবং রশ্মিকা মান্দানার দুর্দান্ত অভিনয় এবং জনপ্রিয় গান “তেরি ঝলক আশরাফি শ্রীবল্লী”, যা সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হয়েছিল। এবার সেই সফলতার ধারাবাহিকতায় ফিরে আসছেন এই দুই সুপারস্টার। ট্রেলারে আল্লু অর্জুনের দাপুটে উপস্থিতি এবং রশ্মিকা মান্দানার মোহময়ী রূপ যেন দর্শকদের আরও বেশি মুগ্ধ করেছে।
বর্তমানে ‘পুষ্পা ২’-এর প্রচার কার্যক্রম চলছে জোর কদমে। এই প্রমোশনের অংশ হিসেবে একটি বিশেষ ইভেন্টে অংশ নেন আল্লু অর্জুন ও রশ্মিকা মান্দানা। সম্প্রতি এই প্রোগ্রামের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওতে, রশ্মিকা কালো পোশাকে দারুণ লাবণ্যময়ী লাগছে, আর আল্লু অর্জুন তার অনন্য স্টাইলে দর্শকদের মুগ্ধ করেছেন। কিছু সেকেন্ডের এই ভিডিওতে দুজন তারকার রোমান্টিক মুহূর্ত দর্শকদের মধ্যে ব্যাপক উত্তেজনা সৃষ্টি করেছে।
ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন কবে এই সিনেমা প্রেক্ষাগৃহে আসবে। দক্ষিণ ভারতের সবচেয়ে ব্যবসাসফল সিনেমাগুলোর একটি হওয়ার সম্ভাবনা নিয়ে ‘পুষ্পা ২’ ইতোমধ্যে বিনোদন দুনিয়ায় ঝড় তুলেছে।