লঞ্চ হয়েছে Hero Splendor 125 বাইক ভারতে, রয়েছে দুর্দান্ত ডিজাইন এবং আকর্ষণীয় লুক

Published By: Khabar India Online | Published On:

লঞ্চ হয়েছে Hero Splendor 125 বাইক ভারতে, রয়েছে দুর্দান্ত ডিজাইন এবং আকর্ষণীয় লুক।

এখন ভারতীয় বাজারে দুই চাকার বাইকের চাহিদা দারুণ ভাবে বেড়েছে। এখনকার তরুণ প্রজন্ম স্টাইলিশ বাইক খুব বেশি পছন্দ করে। হিরো স্প্লেন্ডার বাইক মানুষের প্রথম পছন্দ। হিরো কোম্পানি স্প্লেন্ডার রেঞ্জ দিয়ে গ্রাহকদের মন জিতে নিয়েছে। খুব শীঘ্রই কোম্পানি একটি নতুন মডেল লঞ্চ করতে চলেছে। সেখানে অনেকগুলি উন্নত বৈশিষ্ট্য দেওয়া রয়েছে।

আরও পড়ুন -  Lionel Messi: আর্জেন্টিনার স্বস্তির জয়, মেক্সিকোর বিপক্ষে গোল মেসি'র

যদি Hero Splendor-এর নতুন মডেল কিনতে চান, এই খবরটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজ এই বাইক সম্পর্কে সম্পূর্ণ তথ্য দিলাম।

Hero Splendor-এর নতুন সংস্করণ লঞ্চ করা হবে
হিরো কোম্পানির যে বাইকটির কথা বলছি সেটি হল Hero Splendor 125 বাইক। বাইকের ভিতরে শক্তিশালী ইঞ্জিন ও উন্নত ফিচার দেওয়া হয়েছে। এই বাইকটিতে রয়েছে ডিজিটাল স্পিডোমিটার ও ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, এলইডি লাইটিং, ব্লুটুথ কানেক্টিভিটি, ইউএসবি চার্জিং পোর্ট, ফ্রন্ট ডিস্ক ব্রেক ও রিয়ার ড্রাম ব্রেক, টিউবলেস টায়ার ও অ্যালয় হুইল। রয়েছে লম্বা সিট এর মত ফিচার। এখানে আরামদায়ক সাসপেনশন দেওয়া হয়েছে।

এই বাইকের ইঞ্জিন কেমন?
Hero Splendor বাইকের ভিতরে রয়েছে ১২৫cc BS6 মডেলের ইঞ্জিন। ইঞ্জিনটি ১০ থেকে ২০ হর্স পাওয়ার জেনারেট করতে সক্ষম। আর এই বাইকের মাইলেজের কথা জানতে চাই, এই বাইকটি ১ লিটার পেট্রোলে ৫০ কিলোমিটার মাইলেজ দেবে। বাইকের ভিতরে ফাইভ স্পিড গিয়ারবক্স দেওয়া থাকবে।

হিরো স্প্লেন্ডার বাইকের দাম কেমন?

Hero Splendor বাইকের দামের কথা বলি, কোম্পানি এই বাইকটি লঞ্চ করবে প্রায় ৮০ থেকে ৯০ হাজার টাকার প্রারম্ভিক মূল্যে। বাইকটি আগামী বছরের শুরুতে লঞ্চ হতে পারে। এই বাইকটির লঞ্চের তারিখ সম্পর্কে এখনও কোনও অফিসিয়াল তথ্য দেওয়া হয়নি। আপনি নিকটস্থ শোরুমে গিয়ে এই বাইক সম্পর্কে সম্পূর্ণ তথ্য নিতে পারেন।

আরও পড়ুন -  রোশন সিং, শ্রাবন্তীকে নিয়ে সংসার করতে চেয়ে আদালতের দ্বারস্থ