এনআরসি ছাড়া আধার কার্ড অসম্ভব, বড় সিদ্ধান্ত সরকারের

Published By: Khabar India Online | Published On:

এনআরসি ছাড়া আধার কার্ড অসম্ভব, বড় সিদ্ধান্ত সরকারের।

ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেনশিপ (এনআরসি) দীর্ঘদিন ধরেই ভারতের একটি বিতর্কিত ও আলোচিত বিষয়। সম্প্রতি এই প্রসঙ্গে বিজেপি শাসিত রাজ্য অসম একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। সেখানে এখন থেকে এনআরসি রসিদ ছাড়া আধার কার্ড পাওয়া যাবে না।

অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, এনআরসি রসিদ ছাড়া আধার কার্ড দেওয়া হলে সংশ্লিষ্ট আধার সংস্থার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এর ফলে নতুন আধার কার্ড তৈরির ক্ষেত্রে এনআরসি থাকা বাধ্যতামূলক হয়ে দাঁড়িয়েছে। সূত্রের খবর অনুযায়ী, অসমের এই উদ্যোগ ভবিষ্যতে দেশের অন্যান্য রাজ্যেও চালু হতে পারে।

আরও পড়ুন -  Flood: মৃত্যু বেড়ে ৪২, আসাম-মেঘালয়ে বন্যায়

এনআরসি ছাড়া আধার কার্ড নিষিদ্ধ: প্রশাসনিক কড়াকড়ি
অসম সরকার কয়েক মাস আগে এই নিয়ম কার্যকর করার ঘোষণা দেয়। মুখ্যমন্ত্রীর নির্দেশে অক্টোবর মাস থেকে রাজ্যে এই নীতি অনুসরণ করা হচ্ছে। কর্মকর্তারা জানিয়েছেন, যাঁদের কাছে এনআরসি নম্বর নেই, তাঁরা আর আধার কার্ডের জন্য আবেদন করতে পারবেন না।

এই সিদ্ধান্তের পেছনে রাজ্যের মূল উদ্দেশ্য হলো:
• রোহিঙ্গা শরণার্থীদের প্রবেশ রোধ করা।
• রাজ্যে বসবাসকারী সন্দেহজনক নাগরিকদের শনাক্ত করা।
• জনসংখ্যার তুলনায় আধার কার্ডের অতিরিক্ত আবেদন কমিয়ে আনা।

অন্যান্য রাজ্যে প্রভাব পড়ার সম্ভাবনা
অসমে এই নীতি কার্যকর হওয়ার পর, দেশের অন্যান্য রাজ্যেও একই নিয়ম চালুর পরিকল্পনা চলছে বলে সূত্রের দাবি। যদি এই সিদ্ধান্ত গৃহীত হয়, তবে ভবিষ্যতে আধার কার্ড তৈরির প্রক্রিয়া আরও কঠোর হবে।

এখন থেকে নতুন আধার কার্ড তৈরির জন্য আবেদনকারীকে এনআরসি রসিদের হার্ড কপি জমা দিতে হবে। এর ফলে সাধারণ মানুষের জন্য আধার কার্ড পাওয়া বেশ জটিল হতে পারে।

আরও পড়ুন -  Yash-Nusrat: যশ-নুসরত, দুধের সন্তান ঈশানকে রেখে, থাইল্যান্ডে হাতি-বাঘের সঙ্গে সময় কাটাচ্ছেন

অসমে এই নীতির বিরুদ্ধে তীব্র বিরোধিতা দেখা গেলেও মুখ্যমন্ত্রী বলেছেন, এটি কার্যকর করার জন্য প্রশাসনকে কঠোরভাবে নির্দেশ দেওয়া হয়েছে। অসমের মতো দেশের অন্যান্য রাজ্যেও এনআরসি ভিত্তিক আধার কার্ড প্রক্রিয়া চালু হওয়ার সম্ভাবনা নিয়ে ইতিমধ্যেই আলোচনার সূত্রপাত হয়েছে।

আরও পড়ুন -  মোট টিকাকরণ প্রায় ৩ কোটি