PM Awas Yojona: কবে আসবে টাকা? মমতা সরকারের বড় ঘোষণা।
পশ্চিমবঙ্গে আবাস যোজনা: পশ্চিমবঙ্গের মানুষ দীর্ঘদিন ধরে প্রধানমন্ত্রী আবাস যোজনার অর্থ পাওয়ার অপেক্ষায় রয়েছেন। এবার সেই প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার উদ্যোগ নিয়েছে মমতা সরকার। রাজ্য সরকার জানিয়েছে, আগামী ২৩ ডিসেম্বরের মধ্যে আবাস যোজনার টাকার বরাদ্দ প্রক্রিয়া শুরু হবে।
তিন স্তরের অনুমোদন প্রক্রিয়া
আবাস যোজনার তালিকার অনুমোদন প্রক্রিয়াটি এবার তিনটি স্তরে ভাগ করা হয়েছে। প্রথমে গ্রামসভা, তারপর ব্লক লেভেল কমিটি এবং শেষে ডিস্ট্রিক্ট লেভেল কমিটি এই প্রক্রিয়ার অংশ হিসেবে কাজ করবে। এই তিনটি স্তরের অনুমোদন সম্পন্ন হওয়ার পরেই অর্থ বরাদ্দ শুরু হবে।
পঞ্চায়েত দফতর সূত্রে খবর, প্রতিটি জেলা প্রশাসনকে ২৩ ডিসেম্বরের মধ্যে টাকা বরাদ্দের জন্য প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। যদিও তালিকা তৈরির কাজ ১৪ নভেম্বরের মধ্যে শেষ হওয়ার কথা ছিল, তা সময়সীমা পেরিয়ে ১৮ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়। ফলে সামান্য বিলম্ব হয়েছে বরাদ্দ প্রক্রিয়ায়।