Free Treatment by Modi Government: মোদী সরকারের প্রকল্পে প্রবীণ নাগরিকদের জন্য ৫ লক্ষ টাকার ফ্রি চিকিৎসা সুবিধা, দীপাবলিতে বিশেষ উপহার

Published By: Khabar India Online | Published On:

Free Treatment by Modi Government: মোদী সরকারের প্রকল্পে প্রবীণ নাগরিকদের জন্য ৫ লক্ষ টাকার ফ্রি চিকিৎসা সুবিধা, দীপাবলিতে বিশেষ উপহার।

ভারতের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের প্রবীণ নাগরিকদের জন্য এক নতুন স্বাস্থ্যসেবা প্রকল্পের ঘোষণা করেছেন, যার নাম “আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা” (AB-PMJAY)। এই প্রকল্পের আওতায়, ৭০ বছর বা তার বেশি বয়সের প্রবীণ নাগরিকরা পাবেন বিনামূল্যে চিকিৎসার সুবিধা, যা সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত। এর ফলে, প্রবীণ নাগরিকরা সরকারি প্যানেলে তালিকাভুক্ত হাসপাতালগুলোতে চিকিৎসা নিতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে।

আরও পড়ুন -  Budget News: বড় ঘোষণা করলেন নির্মলা সীতারমণ, KYC এর জন্য লাগবে শুধু প্যান কার্ড

সিনিয়র সিটিজেনদের জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা
বর্তমানে, এই প্রকল্পের মাধ্যমে প্রায় ৪.৫ কোটি পরিবার ও প্রায় ৬ কোটি মানুষ ইতিমধ্যেই উপকৃত হয়েছেন। আয়ুষ্মান ভারত প্রকল্পের সবচেয়ে বড় সুবিধা হলো প্রত্যেক প্রবীণ নাগরিককে একটি বিশেষ আয়ুষ্মান ভারত কার্ড প্রদান করা হয়, যার মাধ্যমে তারা বিনামূল্যে চিকিৎসা সুবিধা গ্রহণ করতে পারবেন।

কীভাবে আয়ুষ্মান ভারত কার্ড ডাউনলোড করবেন?
আপনার আয়ুষ্মান ভারত কার্ড ডাউনলোড করতে নিচের ধাপগুলো অনুসরণ করুন:
১) PMJAY-এর অফিসিয়াল ওয়েবসাইটে যান।
২) “Beneficiary” অপশনটি নির্বাচন করুন।
৩) নিজের মোবাইল নম্বর ব্যবহার করে লগইন করুন। পূর্বে অ্যাকাউন্ট না থাকলে, রেজিস্ট্রেশন সম্পন্ন করুন।
৪) OTP প্রবেশ করান এবং লগইন করুন।
৫) নতুন একটি পেজে প্রবেশ করবেন।
৬) এখানে “PMJAY” স্কিম নির্বাচন করুন।
৭) নিজের রাজ্য, জেলা এবং সাব-স্কিম নির্বাচন করুন।
৮) নাম, ঠিকানা, আধার কার্ডের তথ্য, ফ্যামিলি আইডি বা PMJAY আইডি প্রবেশ করে যাচাই করুন আপনি এই সুবিধার জন্য যোগ্য কিনা।
৯) পরবর্তী পেজে আপনার পরিবারের সদস্যদের তালিকা দেখবেন।
১০) প্রত্যেক সদস্যের নামের পাশে থাকা ডাউনলোড অপশনটি ক্লিক করুন।
১১) আধার কার্ডের তথ্য এবং মোবাইল নম্বর প্রবেশ করুন।
১২) এবার আপনার আয়ুষ্মান কার্ডটি ডাউনলোড হয়ে যাবে।

আরও পড়ুন -  Pakistan: পাকিস্তানে জরুরি অবস্থা জারি বন্যায়, নিহত ৯৩৭

এই কার্ডে থাকা QR কোড বা PMJAY আইডি ব্যবহার করে প্রবীণ নাগরিকরা ৫ লক্ষ টাকা পর্যন্ত ফ্রি চিকিৎসার সুবিধা উপভোগ করতে পারবেন।