LIC Scheme: LIC-র এই স্কিম আপনাকে কোটিপতি করবে

Published By: Khabar India Online | Published On:

LIC Scheme: LIC-র এই স্কিম আপনাকে কোটিপতি করবে।

বর্তমান মূল্যবৃদ্ধির পরিস্থিতিতে বাড়তি আয়ের জন্য সঠিক বিনিয়োগের গুরুত্ব অপরিসীম। এমন একটি নিরাপদ বিনিয়োগ পরিকল্পনা রয়েছে যা কম ঝুঁকিতে বেশি লাভ দেবে, আর তা হলো এলআইসির জীবন লাভ পলিসি। ভারতীয় জীবন বীমা নিগম (LIC) এই পলিসিটি ২০২০ সালের জুলাই মাসে চালু করেছে। যারা ঝুঁকি ছাড়া বিনিয়োগ করতে আগ্রহী, তাদের জন্য এই পরিকল্পনা একটি আদর্শ বিকল্প হতে পারে।

আরও পড়ুন -  Abhishek Chatterjee: মনখারাপ অভিষেক স্ত্রী-কন্যার, শহর থেকে বহু দূরে যেতে হবে, পুজো বন্ধ

এলআইসি জীবন লাভ পলিসি একটি এনডাওনমেন্ট প্ল্যান যা দীর্ঘমেয়াদী সঞ্চয় ও বিমার সুবিধা দেয়। এই পলিসির অন্যতম বড় সুবিধা হলো, আপনার বিনিয়োগের অর্থ সম্পূর্ণরূপে সুরক্ষিত থাকে। ম্যাচিউরিটির সময় আপনি পেয়ে যাবেন বড় অঙ্কের রিটার্ন, এবং কোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় পলিসি ধারকের মৃত্যু হলে পরিবারের সদস্যরা পান ১০৫% ডেথ বেনিফিট।

আরও পড়ুন -  মহামেডান ক্লাবের স্বপ্ন অধরা

এই পলিসিতে ৮ বছর থেকে ৫৯ বছর বয়সের যে কেউ অংশগ্রহণ করতে পারেন। নির্দিষ্ট সময়ের জন্য নির্ধারিত পরিমাণ অর্থ বিনিয়োগ করলে, ২৫ বছর পর ৫৪ লাখ টাকা ম্যাচিউরিটি অঙ্ক হিসেবে পাওয়া যাবে। প্রতিদিন মাত্র ২৪৩ টাকা, বা বছরে ৮৮,৯১০ টাকা বিনিয়োগ করলেই এই সুবিধাটি পাওয়া সম্ভব।

আরও পড়ুন -  কড়া হুঁশিয়ারি দিলো ইরান, ইসরায়েলকে

তাহলে আর দেরি না করে আজই LIC জীবন লাভ পলিসিতে বিনিয়োগ করে নিশ্চিত ভবিষ্যৎ গড়ে তুলুন।