TRP List: টিআরপি তালিকায় নতুন চমক, বেঙ্গল টপার হল জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক

Published By: Khabar India Online | Published On:

TRP List: টিআরপি তালিকায় নতুন চমক, বেঙ্গল টপার হল জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক।

দীপাবলির কারণে এই সপ্তাহে বৃহস্পতিবারের পরিবর্তে সোমবার, অর্থাৎ ৪ নভেম্বর টিআরপি তালিকা প্রকাশিত হয়েছে। এই নতুন তালিকা দেখে স্পষ্ট, জি বাংলার মেগা ধারাবাহিকগুলির স্লট নিয়ে চলছে তীব্র প্রতিযোগিতা।

এই সপ্তাহে বেঙ্গল টপারের স্থান দখল করেছে নিম ফুলের মধু, যা ৭.৭ টিআরপি রেটিং নিয়ে প্রথম স্থানে রয়েছে। কিছুদিন আগেই জি বাংলা ঘোষণা করেছে যে পরিণীতা ধারাবাহিকটি রাত ৮টার স্লটে আসবে। এই পরিবর্তনের ফলে, নিম ফুলের মধু হয়ত স্লট হারাতে পারে বলে শোনা যাচ্ছে। যদিও গল্পের অভাবের কারণে ধারাবাহিকটি বন্ধ হওয়ার গুঞ্জন রয়েছে, তবুও এই রেটিংই প্রমাণ করছে দর্শকেরা ধারাবাহিকটিকে ভালোভাবেই গ্রহণ করেছেন।

আরও পড়ুন -  TRP KHOBOR: ‘জগদ্ধাত্রী’র জায়গা কোথায়? দুরন্ত সাফল্য পর্ণার, চমক দিয়েছে শ্যামলীও

একই রেটিং ৭.৭ নিয়ে প্রথম স্থানে রয়েছে আরেকটি ধারাবাহিক ফুলকি। দ্বিতীয় স্থানে রয়েছে গীতা এলএলবি এবং কথা, যাদের রেটিং ৭.১। জগদ্ধাত্রী এবং কোন গোপনে মন ভেসেছে ৬.৯ রেটিং নিয়ে তৃতীয় স্থানে অবস্থান করছে। উল্লেখ্য, জগদ্ধাত্রী বর্তমানে জি বাংলার সবচেয়ে পুরনো ধারাবাহিক।

আরও পড়ুন -  TRP: বাজিমাত ‘গাঁটছড়া’র! তিনে জায়গা পেল না ‘মিঠাই’

এছাড়া, চতুর্থ স্থানে ৬.১ রেটিং নিয়ে রয়েছে শুভ বিবাহ, পঞ্চম স্থানে যৌথভাবে ৫.৯ রেটিং নিয়ে উড়ান এবং রোশনাই। ষষ্ঠ স্থানে রয়েছে আনন্দী, তেতুল পাতা, অনুরাগের ছোঁয়া এবং হরগৌরী পাইস হোটেল, যাদের রেটিং ৫.৭। সপ্তম স্থানে ৫.৬ রেটিং নিয়ে রয়েছে ডায়মন্ড দিদি জিন্দাবাদ এবং রাঙ্গামতি তীরন্দাজ।

আরও পড়ুন -  TRP Bangla Serial: ‘মিঠাই’ কম নম্বর পেয়ে উধাও, কোন ধারাবাহিকের দখলে প্রথম স্থান

৮ম স্থান দখল করেছে ৪.৫ রেটিং নিয়ে পূবের ময়না এবং মিঠিঝোরা, ৯ম স্থানে রয়েছে দুই শালিক যার রেটিং ৪.০, এবং ৩.২ রেটিং নিয়ে দশম স্থানে রয়েছে মালাবদল।

এই টিআরপি তালিকা স্পষ্ট করে দিয়েছে যে দর্শকের পছন্দের নিরিখে এই মুহূর্তে নিম ফুলের মধু এবং ফুলকি শীর্ষে রয়েছে। এখন দেখা যাক এই তালিকার পরবর্তী পরিবর্তনে আর কি চমক দেখা যায়।