ট্রাফিক নিয়ম বদল, যদি এইটা না মানেন জরিমানা হবে

Published By: Khabar India Online | Published On:

ট্রাফিক নিয়ম বদল, যদি এইটা না মানেন জরিমানা হবে।

আজ থেকে ট্রাফিক নিয়মে বেশ কিছু পরিবর্তন আনছে ভারতের একটি রাজ্য, যা না মানলে আপনাকে দিতে হবে বড় অংকের জরিমানা।

যদি আপনার একটি টু-হুইলার থাকে এবং প্রতিদিন অফিসে যাওয়ার জন্য তা ব্যবহার করেন, তবে আপনার জন্য আছে বিশেষ নির্দেশনা।

আরও পড়ুন -  16 তম কিস্তি আটকে যাবে, কৃষকদের কাজটি শীঘ্রই করতে হবে

এখন থেকে বাইক বা স্কুটারে পেছনের আরোহীর জন্য হেলমেট পরা বাধ্যতামূলক করা হয়েছে। নতুন মোটরযান আইনের অধীনে অন্ধ্রপ্রদেশের বড় শহর বিশাখাপত্তনমে আজ থেকেই এই নিয়ম কার্যকর হচ্ছে। ফলে, পেছনের আরোহীকে হেলমেট পরা আবশ্যক হবে।

এই নিয়মগুলো মানা অত্যন্ত জরুরি বিশাখাপত্তনম পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো পেছনের আরোহী যদি হেলমেট না পরেন, তবে তাকে ১০৩৫ টাকা জরিমানা করা হবে এবং তিন মাসের জন্য লাইসেন্স স্থগিত করা হবে। চালক এবং পেছনের আরোহীর জন্য শুধুমাত্র আইএসআই চিহ্নিত হেলমেট পরার নির্দেশনা দেওয়া হয়েছে।

আরও পড়ুন -  Weather Update: স্বস্তির বৃষ্টি কবে থেকে! গরমে তিতিবিরক্ত দক্ষিণবঙ্গবাসী

ভারতের অন্যান্য শহরের পরিস্থিতি মুম্বাই বা দিল্লির মতো বড় শহরগুলোতেও বাইকের পেছনের আরোহীর হেলমেট পরা বাধ্যতামূলক এবং কঠোরভাবে নিয়মটি অনুসরণ করা হয়। অনেক শহরে হেলমেট না পরার জন্য পেছনের আরোহীর বিরুদ্ধেও জরিমানা করা হয়। তাই আজ থেকে বাইক বা স্কুটার নিয়ে বের হলে অবশ্যই হেলমেট পরা নিশ্চিত করতে হবে।

আরও পড়ুন -  New Pair: রোশান-প্রিয়মনি, নতুন জুটি