Train Cancel On Cyclone: ঘূর্ণিঝড় ডানা, ২৩-২৫ অক্টোবর পর্যন্ত বাতিল হওয়া ট্রেনের তালিকা

Published By: Khabar India Online | Published On:

Train Cancel On Cyclone: ঘূর্ণিঝড় ডানা, ২৩-২৫ অক্টোবর পর্যন্ত বাতিল হওয়া ট্রেনের তালিকা।

ঘূর্ণিঝড় ডানা: ২৩-২৫ অক্টোবর পর্যন্ত বাতিল হওয়া ট্রেনের তালিকা।

ঘূর্ণিঝড় ডানা খুব শীঘ্রই আসছে। যার প্রভাবে পশ্চিমবঙ্গে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। ২৩ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত এই ঘূর্ণিঝড়ের কারণে ভারতীয় রেলওয়ে বেশ কিছু ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে তিন দিনের জন্য অনেক গুরুত্বপূর্ণ ট্রেন পরিষেবা বন্ধ থাকবে। নিচে ২৩, ২৪, এবং ২৫ অক্টোবরের বাতিল হওয়া ট্রেনগুলোর তালিকা দেওয়া হলো:

২৩ অক্টোবর বাতিল হওয়া ট্রেনগুলো:
1. কন্যাকুমারী-ডিব্রুগড় এক্সপ্রেস
2. শিলচর-সেকেন্দ্রাবাদ এক্সপ্রেস
3. সেকেন্দ্রাবাদ-ভুবনেশ্বর বিশাখা এক্সপ্রেস
4. চেন্নাই সেন্ট্রাল-হাওড়া মেল এক্সপ্রেস
5. পন্ডিচেরি-হাওড়া এক্সপ্রেস
6. চেন্নাই সেন্ট্রাল-শালিমার এক্সপ্রেস
7. পন্ডিচেরি-ভুবনেশ্বর এক্সপ্রেস
8. বেঙ্গালুরু-ভুবনেশ্বর প্রশান্তি এক্সপ্রেস
9. মুম্বাই-ভুবনেশ্বর কোনারক এক্সপ্রেস
10. বেঙ্গালুরু-গুয়াহাটি এক্সপ্রেস
11. হায়দ্রাবাদ-হাওড়া ইস্ট কোস্ট এক্সপ্রেস
12. সেকেন্দ্রাবাদ-হাওড়া ফলকনামা এক্সপ্রেস
13. বেঙ্গালুরু-হাওড়া হামসাফার এক্সপ্রেস
14. বেঙ্গালুরু-হাওড়া এসএফ এক্সপ্রেস
15. সুরাট-ব্রহ্মপুর এক্সপ্রেস
16. কামাক্ষা-বেঙ্গালুরু এসি এক্সপ্রেস
17. কন্যাকুমারী-ডিব্রুগড় বিবেক এক্সপ্রেস
18. গান্ধীধাম-পুরী এক্সপ্রেস

২৪ অক্টোবর বাতিল হওয়া ট্রেনগুলো:
1. সেকেন্দ্রাবাদ-মালদা টাউন স্পেশাল এক্সপ্রেস
2. তিরুনেলভ্যালি-শালিমার স্পেশাল এক্সপ্রেস
3. হাওড়া-সেকেন্দ্রাবাদ ফলকনামা এক্সপ্রেস
4. খড়গপুর-ভেলুপুরাম এসএফ এক্সপ্রেস
5. শালিমার-হায়দ্রাবাদ ইস্ট কোস্ট এক্সপ্রেস
6. সাঁতরাগাছি-ম্যাঙ্গালোর সেন্ট্রাল বিবেক এক্সপ্রেস
7. শালিমার-চেন্নাই সেন্ট্রাল করমন্ডল এক্সপ্রেস
8. হাওড়া-তিরুচিরাপল্লী এসএফ এক্সপ্রেস
9. হাওড়া-বেঙ্গালুরু এসএফ এক্সপ্রেস
10. শালিমার-ভাস্কো দা গামা এক্সপ্রেস
11. হাওড়া-চেন্নাই সেন্ট্রাল মেল
12. পাটনা-এর্নাকুলাম এক্সপ্রেস
13. সাঁতরাগাছি-চেন্নাই সেন্ট্রাল এক্সপ্রেস
14. রাউরকেল্লা-গুনপুর রাজ্য রানী এক্সপ্রেস
15. কটক-গুণপুর মেমু
16. গুনপুর-বিশাখাপত্তনম স্পেশাল এক্সপ্রেস
17. পলসা-বিশাখাপত্তনম মেমু
18. ভুবনেশ্বর-জুনাগড় এক্সপ্রেস
19. ভুবনেশ্বর-জগদলপুর হিরাখণ্ড এক্সপ্রেস
20. পুরী-গুণপুর এক্সপ্রেস
21. বিশাখাপত্তনম-ভুবনেশ্বর বন্দে ভারত এক্সপ্রেস
22. বিশাখাপত্তনম-দীঘা এক্সপ্রেস
23. গুনপুর-রাউরকেল্লা রাজ্য রানী এক্সপ্রেস
24. বিশাখাপত্তনম-ভুবনেশ্বর ইন্টারসিটি এক্সপ্রেস
25. বিশাখাপত্তনম-ব্রহ্মপুর স্পেশাল এক্সপ্রেস
26. এমজিআর চেন্নাই সেন্ট্রাল-শালিমার করমন্ডল এক্সপ্রেস
27. চেন্নাই সেন্ট্রাল-সাঁতরাগাছি এসি এক্সপ্রেস
28. বেঙ্গালুরু-মুজাফফরপুর এক্সপ্রেস
29. জুনাগড় রোড-ভুবনেশ্বর এক্সপ্রেস
30. জগদলপুর-ভুবনেশ্বর হিরাখণ্ড এক্সপ্রেস
31. তাম্বারাম-সাঁতরাগাছি এক্সপ্রেস
32. বেঙ্গালুরু-হাওড়া দুরন্ত এক্সপ্রেস
33. গুনপুর-পুরী এক্সপ্রেস
34. পুরী-তিরুপতি এক্সপ্রেস
35. বিশাখাপত্তনম-গুণপুর প্যাসেঞ্জার স্পেশাল
36. বিশাখাপত্তনম-পলশা মেমু
37. বিশাখাপত্তনম-ব্রহ্মপুর এক্সপ্রেস

২৫ অক্টোবর বাতিল হওয়া ট্রেনগুলো:
1. বিশাখাপত্তনম-সুরাট এক্সপ্রেস
2. দীঘা-বিশাখাপত্তনম এক্সপ্রেস
3. ভুবনেশ্বর-বিশাখাপত্তনম ইন্টারসিটি এক্সপ্রেস
4. ভুবনেশ্বর-বিশাখাপত্তনম প্যাসেঞ্জার স্পেশাল
5. গুনপুর-বিশাখাপত্তনম প্যাসেঞ্জার স্পেশাল
6. ব্রহ্মপুর-বিশাখাপত্তনম এক্সপ্রেস
7. গুনপুর-কটক এক্সপ্রেস
8. বিশাখাপত্তনম-অমৃতসর হিরাকুন্ড এক্সপ্রেস
9. গুনপুর-পুরী এক্সপ্রেস
10. বিশাখাপত্তনম-গুণপুর প্যাসেঞ্জার স্পেশাল
11. পুরী-গুণপুর এক্সপ্রেস

আপনি যদি এই সময়ে যাত্রার পরিকল্পনা করে থাকেন, তাহলে রেলওয়ে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে আপনার ট্রেনের স্ট্যাটাস নিশ্চিত করে নিন।

আরও পড়ুন -  জঙ্গলে হঠাৎ আগুন