Indian Railways: পুজোয় বাড়ি যাবেন, রেলের নতুন ফিচারে মিলবে কনফার্ম টিকিট

Published By: Khabar India Online | Published On:

Indian Railways: পুজোয় বাড়ি যাবেন, রেলের নতুন ফিচারে মিলবে কনফার্ম টিকিট।

VIKALP স্কিমে ৭টি বিকল্প ট্রেনের সুবিধা দিচ্ছে Indian Railways

ভারতীয় রেল যাত্রীদের সুবিধার্থে নতুন নতুন প্রযুক্তি নিয়ে আসছে, যার মধ্যে উল্লেখযোগ্য উদাহরণ হলো সারা দেশে বন্দে ভারত ট্রেনের চালু হওয়া। রেল ব্যবস্থার মাধ্যমে কম খরচে দেশের লক্ষাধিক মানুষ প্রতিদিন যাতায়াত করেন। তবে উৎসবের সময়, বিশেষ করে ছট পুজো বা দুর্গাপুজোর সময়ে, কনফার্ম টিকিট পাওয়া অনেক সময়ই কষ্টসাধ্য হয়ে দাঁড়ায়। টিকিট কাটলেও অনেক যাত্রীর টিকিট ওয়েটিং লিস্টে থাকে, যার ফলে দীর্ঘসময় অপেক্ষা করতে হয়। এই সমস্যা সমাধানে ভারতীয় রেল ‘VIKALP’ নামে একটি নতুন স্কিম নিয়ে এসেছে। এর মাধ্যমে যাত্রীদের জন্য কনফার্ম টিকিট না হলেও বিকল্প ট্রেনে ভ্রমণের সুযোগ থাকবে। আসুন, জেনে নেওয়া যাক VIKALP স্কিম কীভাবে কাজ করে।

আরও পড়ুন -  VIDEO: নৃত্য পরিবেশন সুন্দরীর প্রকৃতির সাথে, ‘পাতলি কামারিয়া’, নেটজনতা ভরাল প্রশংসায়

কী এই ‘VIKALP’ স্কিম?
যদি আপনার টিকিট ওয়েটিং লিস্টে থাকে, তাহলে VIKALP স্কিমের আওতায় আপনাকে বিকল্প ট্রেনে ভ্রমণের সুযোগ দেওয়া হবে। এই স্কিমে মোট ৭টি বিকল্প ট্রেনের অপশন থাকবে, যা প্রায় একই রুটে চলাচল করে অথবা আপনার নির্ধারিত যাত্রাপথের স্টেশনের উপর দিয়ে যাবে। আপনি যদি এই বিকল্প অপশন বেছে নেন, তবে বুকিং করা ট্রেনের নির্ধারিত সময় থেকে ৩০ মিনিট থেকে ৭২ ঘণ্টার মধ্যে বিকল্প ট্রেনে ভ্রমণের সুযোগ পাবেন। তবে মনে রাখবেন, বিকল্প ট্রেন পাওয়ার অর্থ হলো না যে সেটিতে আপনার টিকিট নিশ্চিত হবে। এতে আপনার বোর্ডিং বা গন্তব্য স্টেশনেও পরিবর্তন হতে পারে।

উৎসবের সময়ে কনফার্ম টিকিটের সুবিধা
দুর্গাপুজো, দীপাবলি বা ছট পূজার মতো বিশেষ সময়ে ট্রেনের টিকিট বুক করার সময় আপনাকে VIKALP স্কিম চালু করতে হবে। যদি আপনার টিকিট ওয়েটিং লিস্টে থাকে, তবে বিকল্প ট্রেনের তালিকা দেখানো হবে। আপনি যদি বিকল্প ট্রেনে ভ্রমণ করতে চান, তাহলে ‘বিকল্প গ্রহণ করুন’ বোতামে ক্লিক করতে হবে, এবং আপনার টিকিট সেই বিকল্প ট্রেনে আপগ্রেড করা হবে।

ভারতীয় রেলের এই VIKALP স্কিম যাত্রীদের জন্য একটি বড় পদক্ষেপ, যা ভ্রমণকে ঝামেলামুক্ত করার পাশাপাশি টিকিট কনফার্ম না হলেও বিকল্প যাত্রার সুযোগ নিশ্চিত করবে।

আরও পড়ুন -  ভারতীয় রেল ট্রেনের সময়সূচি পরিবর্তন করল, রেলযাত্রীদের জন্য বড় খবর