Weather Update: এবার ঘূর্ণিঝড় আসনা আসছে, প্রভাব পড়বে বাংলায় কেমন?

Published By: Khabar India Online | Published On:

Weather Update: এবার ঘূর্ণিঝড় আসনা আসছে, প্রভাব পড়বে বাংলায় কেমন?

আবহাওয়া আবার বদল। ঘূর্ণিঝড়ের আশঙ্কায় রয়েছে, তাই সবাই ভয় পাচ্ছে। হ্যাঁ ঠিক কথা শুনেছেন। তোলপাড় হতে পারে রাজ্যের আবহাওয়া, এ কারণে সতর্ক করে দেওয়া হলো। আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে।

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপের প্রভাবে উড়িষ্যা ও বাংলার উপকূলে বিক্ষিপ্ত অথবা আবার কখনো ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। নিম্নচাপের প্রভাবের জন্যই আবার বাংলায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন -  Weather Report: আগামী ৪৮ ঘণ্টায় উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির ইঙ্গিত

দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন হবে

এই নিম্নচাপ এর প্রভাবে দক্ষিণবঙ্গের কিছু জায়গায় বৃষ্টিতে ভিজতে পারে। জেলাগুলির মধ্যে হলো পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হুগলি, নদীয়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন জায়গায়।

উত্তরবঙ্গের আবহাওয়া কেমন হবে

উত্তরবঙ্গের উপরের দিকের ৫ জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিংপং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহার। আজকে ৫ জেলার হলুদ সর্তকতাও জারি হয়েছে। বর্ষার শুরু থেকেই উত্তরবঙ্গের নানান জেলার বন্যার করাল গ্রাসে পড়েছে। এর ফলে বিভিন্ন জায়গা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, উত্তরবঙ্গের পর্যটন শিল্পের ক্ষেত্রেও তার প্রভাব পড়েছে।

আরও পড়ুন -  ভ্যাপসা গরমের দিন শেষ! শীঘ্রই আবহাওয়া বদলাবে

এবার আসছে ঘূর্ণিঝড় আসনা

এই রাজ্যের দিকে আসছে ঘূর্ণিঝড়টি। ভয় পাওয়ার কোনো চিন্তা নেই বাংলায়, এই ঘূর্ণিঝড়ের প্রভাব কিছুই পড়বে না। হাওয়া অফিস থেকে জানানো হয়েছে যে গুজরাট উপকূলে আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে আরব সাগরে আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় আসনা। তার প্রভাব গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কোনো কিছু দেখা যাবে না। এই ঘূর্ণিঝড় গুজরাটের বিভিন্ন জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকছে।

আরও পড়ুন -  Weather Update: তাপমাত্রার পারদ ছাড়ালো ৪৪ একটি জেলায়, ৪০ ডিগ্রি তাপমাত্রা কবলে ১৪ টি জেলায়, বাংলা হাঁসফাঁস করছে