‘ওয়ান স্টেশন ওয়ান প্রোডাক্ট’ স্টলের জন্য আবেদন করুন

Published By: Khabar India Online | Published On:

‘ওয়ান স্টেশন ওয়ান প্রোডাক্ট’ স্টলের জন্য আবেদন করুন।

ভারতীয় রেলের এক নতুন উদ্যোগের নাম হল ‘ওয়ান স্টেশন ওয়ান প্রোডাক্ট’ One Station One Product Outlets এই প্রকল্পের মাধ্যমে, রেলস্টেশনগুলিতে স্টল খুলে স্থানীয় পণ্য বিক্রি করা যাবে। এটি ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য এক অনন্য সুযোগ, যারা নিজেদের তৈরি পণ্য বা শিল্পকর্ম বিক্রি করে আয় করতে চান। এই প্রকল্পের লক্ষ্য হল ‘ভোকাল ফর লোকাল’ এবং ‘লোকাল টু গ্লোবাল’ প্রচার করা। ভারত সরকার নিয়ে এসেছে অসাধারণ এই প্রকল্প “ভোকাল ফর লোকাল অ্যান্ড লোকাল টু গ্লোবাল ”।

আরও পড়ুন -  মা শীতলা'র পুজো চলছে মহা ধূমধামে

পূর্ব রেল ইতিমধ্যেই এই প্রকল্পের বিজ্ঞাপন প্রকাশ করেছে এবং হাওড়া এবং শিয়ালদহ ডিভিশনের প্রায় ২০০টি স্টেশনে স্টল খুলে ব্যবসা করার জন্য আবেদন করা যাবে। এই স্টলগুলি স্থানীয় পণ্য বিক্রির জন্য এক আদর্শ মাধ্যম হতে পারে এবং ব্যবসায়ীদের এক বৃহত্তর বাজারে পৌঁছানোর সুযোগ দেবে। এই প্রকল্পের মাধ্যমে ব্যবসায়ীরা তাদের পণ্য সরাসরি গ্রাহকদের কাছে পৌঁছে দিতে পারবেন, যা তাদের আয় বৃদ্ধির পাশাপাশি স্থানীয় শিল্প ও কারুশিল্পের প্রসারে সাহায্য করবে। এবিষয়ে পূর্ব রেল বিভিন্ন খবরের কাগজে বিজ্ঞাপন দেওয়া হয়েছে গত ১৯ অগাস্ট।

আরও পড়ুন -  ভারতে প্রতি ১০ লক্ষে নতুন আক্রান্তের সংখ্যা গত এক সপ্তাহ ধরে বিশ্বের মধ্যে সর্বনিম্ন