ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় নিয়ে মুখ খুললেন সুস্মিতা

Published By: Khabar India Online | Published On:

ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় নিয়ে মুখ খুললেন সুস্মিতা।

অভিনেতা-অভিনেত্রীদের জীবন সত্যিই অদ্ভুত। ব্যক্তিগত জীবনে যতই ঝড় ঝাপটা আসুক, তার ছাপ অভিনয়ে পড়তে দেওয়া যায় না। বর্তমানে অভিনেত্রী সুস্মিতা দে-এর (Susmita) জীবনেও এমনটাই ঘটছে। দীর্ঘদিনের সম্পর্ক ভেঙে যাওয়ার পরেও তিনি তার কাজের ওপর কোনো প্রভাব ফেলতে দেননি। সম্পর্ক ভাঙার পরও তাকে রোমান্টিক দৃশ্যে অভিনয় করতে হচ্ছে।

এই মুহূর্তে সুস্মিতা স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল ‘কথা’তে অভিনয় করছেন। সেখানে তার বিপরীতে আছেন সাহেব ভট্টাচার্য। গল্পের প্রয়োজনে তাদের প্রায়ই রোমান্টিক দৃশ্যে অভিনয় করতে হয়। সম্পর্ক ভেঙে যাওয়ার পরেও কি তিনি এমন দৃশ্যে অভিনয় করতে গিয়ে অস্বস্তি অনুভব করেন? এই প্রসঙ্গে সংবাদ মাধ্যমকে তিনি জানান, প্রথমে কিছুটা অসুবিধা হতো, তবে সেটে ঢোকার পর তিনি আর সুস্মিতা থাকেন না, কথার চরিত্রে মিশে যান। সাহেবের সঙ্গে অভিনয়ের সময় নিজের ব্যক্তিগত সমস্যাগুলো ভুলে যান। ইউনিটের পরিবেশ এত ভালো যে অন্য কিছু ভাবার সুযোগই থাকে না।

আরও পড়ুন -  Floating Hotel in Doha: দোহা বন্দরে ভাসমান হোটেল, ফিফা দর্শকদের জন্য

সুস্মিতা আরও জানান, এই সেটের মানুষজন তার পরিবারের মতো হয়ে উঠেছেন। তাদের সঙ্গে থাকার ফলে ব্যক্তিগত দুঃখ-কষ্ট ভুলে যেতে পারেন তিনি। এছাড়াও তিনি বলেন, তিনি নিজের কাজকে খুব ভালোবাসেন, তাই কাজ করতে কোনো সমস্যা হয় না।

আরও পড়ুন -  Dance Video: কাজল রাঘওয়ানি রোমান্টিক হলেন খেসারি লাল যাদবের সঙ্গে, একলা দেখলে আনন্দ পাবেন

সুস্মিতা এবং সাহেবের মধ্যে সম্পর্ক নিয়ে গুঞ্জনও রটেছিল। এই বিষয়েও তিনি মুখ খোলেন। তার মতে, সাহেব যেমন একজন ভালো সহ-অভিনেতা, তেমনি একজন ভালো মানুষ। কোনো দৃশ্যে অস্বস্তি হলে সাহেব তাকে গাইড করেন, ফলে জড়তা কেটে যায়। এমনকি তার মন খারাপ থাকলেও সহকর্মীরা তা বুঝতে পারেন বলে জানান সুস্মিতা।

আরও পড়ুন -  আজ বিকেল ৪টে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।আজ বিকেল ৪টে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।