নিত্যযাত্রীদের জন্য দারুন খবর, রাত এগারোটার পরেও বাস মিলবে, কোন রুটে চলবে?

Published By: Khabar India Online | Published On:

নিত্যযাত্রীদের জন্য দারুন খবর, রাত এগারোটার পরেও বাস মিলবে, কোন রুটে চলবে?

অনেক মানুষ, বিশেষ করে মহিলারা, যারা রাতে কাজ শেষে বাড়ি ফেরেন, তাদের জন্য প্রয়োজনীয় যানবাহন পেতে সমস্যা হয়। রাত দশটার পরেও কীভাবে বাড়ি ফিরবেন, সেই চিন্তায় তারা উদ্বিগ্ন থাকেন। তবে এবার সেই উদ্বেগ কাটিয়ে ওঠার জন্য এক নতুন সুখবর রয়েছে।

আরও পড়ুন -  Curry Leaves: মসলা হিসেবে কারি পাতা ব্যবহার করে দেখুন, অনেক গুণ

শহরের কিছু গুরুত্বপূর্ণ স্থানে রাত দশটার পর আর সরকারি বাস দেখা যায় না। এই সমস্যার সমাধানে পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন দপ্তর রাতে অতিরিক্ত বাস চালানোর পরিকল্পনা করেছে।

আরও পড়ুন -  কেন্দ্রীয় রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির মূলধনী ব্যয় নিয়ে দ্বিতীয় পর্যালোচনা বৈঠকে অর্থমন্ত্রী

পরিবহন দপ্তর থেকে জানানো হয়েছে যে কলকাতায় দুটি শিফটে বাস চালানো হবে। দ্বিতীয় শিফটের বাসগুলো ডিপো থেকে দুপুর ১.৩০ থেকে ২টার মধ্যে ছাড়ে, এই শিফটে প্রায় ১৫০টি বাস চলে। যাতে কলকাতার রাস্তায় গভীর রাত পর্যন্ত সরকারি বাস পাওয়া যায়, সে জন্য দ্বিতীয় শিফটের বাসগুলো দেরিতে ছাড়া পরিকল্পনা করা হয়েছে।

আরও পড়ুন -  Ananya Respect Festival-2021: দশম বঙ্গ গৌরব অনন্যা সম্মান প্রদান উৎসব-২০২১

পরিবহন মন্ত্রী স্নেহাশিষ চক্রবর্তীর উপস্থিতিতে অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যারা রাতে কাজ শেষ করে বাড়ি ফেরেন, তাদের জন্য সহজে বাস পাওয়ার সুবিধা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া কথা ভাবা হয়েছে।