RG Kar Incident: আরজিকর কাণ্ডে অভিনব প্রতিবাদ শুভশ্রীর

Published By: Khabar India Online | Published On:

RG Kar Incident: আরজিকর কাণ্ডে অভিনব প্রতিবাদ শুভশ্রীর।

আরজিকর হাসপাতালে নির্যাতিতার বিচার চেয়ে রাজ্যজুড়ে প্রতিবাদের ঝড় উঠেছে। জুনিয়র চিকিৎসকদের থেকে শুরু হওয়া এই প্রতিবাদে এখন সিনিয়র চিকিৎসক, ইঞ্জিনিয়ার, সঙ্গীতশিল্পী, নৃত্যশিল্পী, আইনজীবী, তথ্যপ্রযুক্তি কর্মীসহ সাধারণ মানুষও সামিল হয়েছেন। এই আন্দোলনে টলিউডের অভিনেতা-অভিনেত্রীদেরও দেখা গেছে। অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ও (Subhashree Ganguly) এই মিছিলে অংশ নিয়েছেন।

রবিবার টলিউডের শিল্পীদের সঙ্গে শুভশ্রী খান্না থেকে শ্যামবাজার পর্যন্ত হেঁটেছেন। তাঁর মুখে ছিল, ‘সিনেমাপাড়ার একটাই স্বর, জাস্টিস ফর আরজিকর’। পরে তিনি সোশ্যাল মিডিয়ায় একটি কবিতা শেয়ার করেন, যেখানে তিনি কড়া ভাষায় শাস্তির দাবি জানিয়েছেন। কবিতায় তিনি লেখেন, ‘শাস্তি চাই! শাস্তি চাই! দৃষ্টান্তমূলক শাস্তি চাই!’ এছাড়াও, তিনি নিয়ম ভাঙার প্রসঙ্গ তুলে প্রশ্ন করেন, সংস্কার ধরে রাখার দায়িত্ব কী শুধুই মেয়েদের? ছেলেরা তাহলে কী করবে? তিনি আরও লেখেন, ‘নিয়মে এবার বাঁধবো ওদের / যারা কুড়ে কুড়ে খেয়েছে মোদের।/ অনেক হয়েছে নোংরামি, অনেক করেছ পাপ/ তাও নেই কোনো অনুতাপ/ তাই তো ফেসবুকে পোস্ট এর বন্যা / আমরা নাকি পতিতা/ আমরা নাকি নষ্টা/ দেখ এবার গড়বে দুনিয়া/ যেখানে বাপকেও ছাড়ে না পাপ।’

আরও পড়ুন -  Subhashree Ganguly: শুভশ্রী আবার নিজের জায়গায়, নিজের রূপে

এই পোস্ট করার পর শুভশ্রীকে ট্রোলডও হতে হয়েছে। কেউ কেউ কটাক্ষ করেছেন, ‘দিদির থেকে পারমিশন নিয়েছেন এসব করার আগে?’ আবার কেউ রাজ চক্রবর্তীর প্রসঙ্গ টেনে কটাক্ষ করেছেন। যদিও শুভশ্রী কোনো মন্তব্যের উত্তর দেননি। একজন অরাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে এবং কন্যাসন্তানের মা হিসেবে তিনি এই প্রতিবাদ করেছেন।

আরও পড়ুন -  আরবাজের গার্লফ্রেন্ড জর্জিয়া, গর্বিতভাবে নিখুঁত ফিটিং টপ-এ ফিগার ফ্লান্ট করেছেন,অবশ্যই দেখা উচিত!

উল্লেখ্য, সম্প্রতি মুক্তি পেয়েছে রাজ পরিচালিত ও শুভশ্রী অভিনীত ছবি ‘বাবলি’। অশান্তির সময়ে মুক্তি পাওয়ায় ছবিটি বয়কটের ডাক উঠেছিল। সিনেমা মুক্তি পেলেও প্রচারে দেখা যায়নি কলাকুশলীদের।