‘ঘটক দিদি’ ঋতু পাইনের আসল পরিচয় জানলে অবাক হবেন।
জি বাংলায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক ‘মালাবদল’। ঘটক দিদি ও ডিভোর্স উকিলের গল্প নিয়ে কয়েক দিনেই বেশ নজর কেড়েছে দর্শকদের। সিরিয়ালে ঘটক দিদি দিতিপ্রিয়ার চরিত্রে দেখা যাচ্ছে অভিনেত্রী ঋতু পাইনকে (Ritu Pyne)। সিরিয়ালপ্রেমী তারা অবশ্য ঋতুকে চেনেন ‘অনুরাগের ছোঁয়া’ থেকে। সেখানে সিরিয়ালে ইরা নামে একটি ছোট্ট চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। এরপর সটান এই মালাবদল সিরিয়ালে মুখ্য চরিত্র। নিঃসন্দেহে তাঁর কাছে বড় ব্রেক।
সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, এমন অনেকেই এই সিরিয়ালে রয়েছেন যাদের ছোট থেকে পর্দায় দেখে বড় হয়েছেন। এখন তাঁদের সাথে কাজের সুযোগ পেয়েছেন তিনি। অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারবেন বলে মন্তব্য করেন ঋতু। পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দারের কাছ থেকেও অনেক গাইডেন্স পাচ্ছেন বলে জানান তিনি।
পশ্চিম মেদিনীপুরের মেয়ে ঋতু পাইন। মেদিনীপুরের গোপ কলেজে সায়েন্স অ্যান্ড নিউট্রিশনে এমএসসি করেছেন। ছিলেন ভালো ছাত্রী। জানলে আরও অবাক হবেন, গোল্ড মেডেলিস্ট ছিলেন ঋতু। কখনো অভিনয়ে আসবেন তিনি ভাবতেও পারেননি। তবে মনে কিন্তু সুপ্ত ইচ্ছা ছিল তাঁর। কলকাতায় আসার পর অভিনয়ের সুযোগ আসতে থাকে।
একটি বিউটি প্যাজেন্ট থেকে সফর শুরু হয় তাঁর। ঋতু আরো জানান, এই প্রোজেক্টটি হাতে আসার সময় একটি চাকরিও পেয়েছিলেন। যেদিন জয়েনিং, সেদিনই ছিল শুটিং। বাড়ির লোকজনের সমর্থনে অভিনয়কেই বেছে নিয়েছিলেন ঋতু।
বর্তমানে নতুন সিরিয়াল আসলেও সময়ের আগেই মাঝপথে শেষ করে দেওয়া হয়। টিআরপির চিন্তা কি ঋতুকেও ভাবায়? প্রশ্নের উত্তরে অভিনেত্রী বলেন, প্রোমো শুট থেকেই দর্শকদের খুব ভালো সাড়া পেয়েছেন তাঁরা। আর সিরিয়ালের গল্পও খুব ভালো। সকলে নিজেদের সেরাটা দিয়ে চেষ্টা করছেন। ঋতু আশাবাদী, এই ধারাবাহিক অনেক দূর যাবে।