সোশ্যাল মিডিয়ায় পোস্ট ভিনেশের, খারিজ আবেদন আন্তর্জাতিক আদালতে

Published By: Khabar India Online | Published On:

সোশ্যাল মিডিয়ায় পোস্ট ভিনেশের, খারিজ আবেদন আন্তর্জাতিক আদালতে।

জয়ের আশা ভঙ্গ হয়েছে প্যারিস অলিম্পিক ২০২৪ এ স্বর্ণপদক ভিনেশ ফোগাট (Vinesh Phogat) এ। দুর্দান্ত দক্ষতায় ৫০ কেজি বিভাগের কুস্তিতে নিশ্চিত পদক পাওয়ার কথা ছিল। ভাগ্যের ফের কাকে বলে! মাত্র ১০০ গ্রামের জন্য প্রতিযোগিতা থেকে ছিটকে গিয়েছিলেন। ভেঙে যায় পদক জয়ের স্বপ্ন। কিন্তু আন্তর্জাতিক ক্রীড়া আদালতের দ্বারস্থ হয়েছিলেন ভিনেশ। দাবি করেছিলেন, যৌথ রূপোর পদক দেওয়ার। তাঁর আর্জি প্রত্যাখ্যাত হল।

আরও পড়ুন -  Highest Rainfall In Cherrapunji: সর্বোচ্চ বৃষ্টিপাত চেরাপুঞ্জিতে, ১৯৯৫ সালের পর

আন্তর্জাতিক ক্রীড়া আদালতের আর্জি খারিজ হওয়ার পর প্রথম বার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন ভিনেশ। প্যারিস অলিম্পিকের একটি ম্যাচের ছবি শেয়ার করেছেন। প্যারিস অলিম্পিকে ৫০ কেজি বিভাগের প্রথম ম্যাচে গত বারের অলিম্পিকের সোনার পদক জয়ী জাপানের উই সুসাকিকে হারিয়ে ছিলেন ভিনেশ। ম্যাচ শেষে শুয়ে কাঁদতে দেখা যায় তাঁকে। দুই হাতে চোখ ঢেকে একটি ছবি বেশ ভাইরাল হয়েছিল ভিনেশের।

আরও পড়ুন -  Post Office: এই স্কিমে বিনিয়োগ করলে সরকার দেবে ৭ লাখ টাকা, পোস্ট অফিসের স্কিমের খুঁটিনাটি জেনে নিন

সেই ছবিটিই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তিনি। ছবির ক্যাপশনে কিছু লেখেননি ভিনেশ। ব্যাকগ্রাউন্ডে বাজছে বি প্রাক এর গাওয়া ‘দিল টুট রহা গয়া’। এই ছবিই বুঝিয়ে দিচ্ছে ভিনেশের মনের অবস্থা এখন কেমন। আন্তর্জাতিক ক্রীড়া আদালতের রায়ে তিনি যে ভেঙে পড়েছেন তা স্পষ্ট বোঝা যাচ্ছে।

আরও পড়ুন -  দিলীপ ঘোষ ছুটি কাটাতে দিল্লি গেলেন, অনেক নেতাদের সাথে বৈঠক করবেন

প্রসঙ্গত, প্যারিস অলিম্পিকে ফাইনালের আগে মিস হয়ে যায় ভিনেশের পদক জয়ের স্বপ্ন। ৫০ কেজি থেকে মাত্র ১০০ গ্রাম ওজন বেশি হওয়ায় প্রতিযোগিতা থেকে ছিটকে যান। তারপরেই আন্তর্জাতিক ক্রীড়া আদালতের দ্বারস্থ হয়েছিলেন ভিনেশ। সেখানেও খারিজ হয়ে যায় তাঁর আবেদন। কুস্তি থেকে অবসর ঘোষণা করেছেন ভিনেশ ফোগট।