বিমানবন্দর থেকে বিরাটি পর্যন্ত প্রায় ৬.৮ কিলোমিটার দূরত্বে লাইন সম্প্রসারণ হচ্ছে, বড় আপডেট

Published By: Khabar India Online | Published On:

বিমানবন্দর থেকে বিরাটি পর্যন্ত প্রায় ৬.৮ কিলোমিটার দূরত্বে লাইন সম্প্রসারণ হচ্ছে, বড় আপডেট।

কলকাতা ও আশেপাশের অঞ্চলগুলিকে আরও ভালোভাবে সংযুক্ত করার লক্ষ্যে কলকাতা মেট্রো (Kolkata Metro) সম্প্রসারণ করা হচ্ছে। বেশ কয়েকটি লাইনে ইতিমধ্যে যাত্রী পরিষেবা চালু হয়েছে, অন্য কয়েকটি লাইনে কাজ চলছে পুরোদমে। নোয়াপাড়া থেকে বিমানবন্দর পর্যন্ত অংশের নির্মাণকাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে, যেখানে দমদম ক্যান্টনমেন্ট এবং যশোর রোড অন্তর্ভুক্ত রয়েছে। এবার লাইন ফোর, অর্থাৎ ইয়েলো লাইনের নির্মাণ কাজও পুরোদমে চলছে।

আরও পড়ুন -  দীর্ঘ তিন দশকের পথ চলা শেষ করে, কলকাতা থেকে বিদায় নিল নন-এসি মেট্রো

বিমানবন্দর থেকে বিরাটি পর্যন্ত প্রায় ৬.৮ কিলোমিটার দূরত্বে এই লাইন সম্প্রসারণ হচ্ছে। এই অংশের অধিকাংশই ভূগর্ভস্থ। বিমানবন্দর সংলগ্ন এলাকায় নির্মাণ কাজে ব্যবহারের জন্য ১৮ মিটার দৈর্ঘ্যের ক্রেনের প্রয়োজন হয়েছিল, যা প্রথমে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া থেকে অনুমোদন পায়নি। পরে অনুমতি পাওয়ার পর, রেল বিকাশ নিগম লিমিটেড নতুন করে নির্মাণের জন্য দরপত্র আহ্বান করে।

আরও পড়ুন -  ক্রেতাদের প্রলোভন দেখিয়ে বিভ্রান্তিকর বিজ্ঞাপন ছড়ানোর অভিযোগ

মেট্রো সূত্রে জানা যাচ্ছে, ২০২৭ সালের শুরুর দিকে বিমানবন্দর থেকে বারাসত পর্যন্ত এই অংশের কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। বিমানবন্দরের বাউন্ডারি ওয়ালের মধ্যে ইয়েলো লাইনের কাজ সম্পূর্ণভাবে রিইনফোর্সড সিমেন্ট কংক্রিট দিয়ে সম্পন্ন হবে, যা বিশেষভাবে বিমানবন্দর এলাকার সংবেদনশীলতার কারণে ব্যবহৃত হবে। এছাড়াও, টানেল বোরিং মেশিনের পরিবর্তে বক্স পুশিং মেথডে সুড়ঙ্গ কাটার কাজ করা হবে।

আরও পড়ুন -  Kolkata Metro: মেট্রো কর্তৃপক্ষ পথ তৈরি করছে আপদকালীন, ইস্ট-ওয়েস্ট মেট্রোর বউবাজারে কাজ শুরু

মেট্রো রেল সূত্রে আরও জানা যাচ্ছে, ইয়েলো লাইনের নোয়াপাড়া থেকে বিমানবন্দর পর্যন্ত চারটি স্টেশন যাত্রী পরিষেবার জন্য প্রস্তুত। তাই, শীঘ্রই এই অংশে মেট্রো পরিষেবা শুরু হতে চলেছে। ইতিমধ্যে রেক চলার পরীক্ষাও সম্পন্ন হয়েছে। আগামী কয়েক মাসের মধ্যেই এই অংশে বাণিজ্যিক যাত্রী পরিষেবা শুরু হবে বলে আশা করা যাচ্ছে।