বাম আমলের শেষ মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য প্রয়াত

Published By: Khabar India Online | Published On:

বাম আমলের শেষ মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য প্রয়াত।

বাম আমলের শেষ মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের জীবনাবসান হলো। বৃহস্পতিবার সকাল ৮ টা ২০ মিনিটে পাম এভিনিউয়ের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যু সংবাদ জানান সন্তান সচেতন ভট্টাচার্য। তিনি জানান, এদিন সকালে প্রাতরাশ করার পর হঠাৎই অসুস্থ হয়ে পড়েন বুদ্ধদেব ভট্টাচার্য এবং তারপরেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বুদ্ধদেব ভট্টাচার্য দীর্ঘদিন ধরে শ্বাসকষ্ট জনিত সমস্যায় ভুগছিলেন এবং কয়েকবার হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাঁকে। বুধবার রাতেও তাঁর শ্বাসকষ্টের সমস্যা বৃদ্ধি পায়। পরিস্থিতি সামাল দেওয়া গেলেও ঠিক হয় যে বৃহস্পতিবার উডল্যান্ডস এর চিকিৎসকরা এসে তাঁকে পরীক্ষা করবেন এবং প্রয়োজন হলে হাসপাতালে ভর্তি করা হবে। কিন্তু বৃহস্পতিবার সকালেই পরিস্থিতির অবনতি হয়। প্রাতরাশের পর চা খেয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি এবং হৃদরোগে আক্রান্ত হন। নেবুলাইজার দেওয়ার চেষ্টা করা হলেও শেষ রক্ষা হয়নি। চিকিৎসকরা এসে তাঁকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন -  Weather Report: এবার স্বস্তি আনবে বৃষ্টি, ঝড়ের পূর্বাভাস রয়েছে

বুদ্ধদেব ভট্টাচার্য এর অসুস্থতার কারণে বেশ কয়েকবার হাসপাতালে ভর্তি করা হয়েছিল এবং তিনি হাসপাতালে যাওয়ার বিষয়ে অনীহা প্রকাশ করতেন। ২৯ শে জুলাই আশঙ্কাজনক অবস্থায় দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ১২ দিন ভেন্টিলেশনে থাকার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়। বাড়িতে ফেরার পরও কড়া বিধিনিষেধের মধ্যে ছিলেন তিনি।

আরও পড়ুন -  শ্রী গড়করি মণিপুরে ১৩টি মহাসড়ক প্রকল্পের শিলান্যাস ও ১টি সুরক্ষা কর্মসূচির সূচনা করেছেন

তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বাম মহলে। আপাতত তাঁর মরদেহ পাম এভিনিউয়ের বাড়িতেই রাখা হবে। সিপিএম রাজ্য নেতৃত্ব আলোচনা করে সিদ্ধান্ত নেবে কীভাবে তাঁকে অন্তিম শ্রদ্ধা জানানো হবে। বাম আমলের দ্বিতীয় ও শেষ মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে শোকস্তব্ধ অনুরাগীরা।

আরও পড়ুন -  Electric Bill: বিদ্যুতের বিলের উপর অতিরিক্ত চার্জ! আবার ধাক্কা সাধারণ মানুষের কাছে