দারুণ সুবিধা পাবেন Jio গ্রাহকরা, খরচ এক প্রতিদিন ১ জিবির বদলে ২.৫ জিবি ডেটা

Published By: Khabar India Online | Published On:

দারুণ সুবিধা পাবেন Jio গ্রাহকরা, খরচ এক প্রতিদিন ১ জিবির বদলে ২.৫ জিবি ডেটা।

বর্তমান যুগে ইন্টারনেটের গুরুত্ব অপরিসীম। প্রযুক্তির অগ্রগতির সাথে সাথে ইন্টারনেটের ব্যবহারও বাড়ছে। টেলিকম কোম্পানিগুলোর মধ্যে প্রতিযোগিতা রয়েছে বেশি সুবিধা ও অফার দেওয়ার ক্ষেত্রে, যাতে গ্রাহকরা তাদের দিকেই আকৃষ্ট হন।

সম্প্রতি রিলায়েন্স জিও (Reliance Jio) এবং এয়ারটেল (Airtel) তাদের রিচার্জ প্ল্যানগুলির দাম বাড়ানোর পর গ্রাহকদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে। ফলে কম খরচে বেশি ইন্টারনেট পাওয়ার উপায় খুঁজছেন অনেকেই। আজ এমনই একটি কৌশলের কথা আলোচনা করবো।

আরও পড়ুন -  Jio-Airtel-Vi হার মানলেন BSNL-এর কাছে, রিচার্জ মূল্য এতো হয়েছে

যদি একই খরচে দৈনিক ১ জিবির পরিবর্তে ২.৫ জিবি ডেটা পাওয়া যায়, তাহলে কেমন হয়? রিলায়েন্স জিওর গ্রাহক হলে এই সুবিধা সহজেই উপভোগ করতে পারবেন। বর্তমানে রিচার্জের খরচ বেড়ে যাওয়ায় যেখানে আগে দৈনিক ২ জিবি ডেটা পাওয়া যেত, এখন একই খরচে পাওয়া যাচ্ছে দৈনিক ১ জিবি ডেটা। তবে কিছুটা বুদ্ধি খাটিয়ে দৈনিক ১ জিবি ডেটার খরচে ২.৫ জিবি ডেটা পাওয়া সম্ভব।

আরও পড়ুন -  Riya Chakraborty: আবুধাবিতে ভ্রমণের অনুমতি পেলেন, রিয়া

এর জন্য ৩,৫৯৯ টাকার এক বছরের প্ল্যান রিচার্জ করতে হবে। যদি ২০৯ টাকার প্ল্যান রিচার্জ করেন তাহলে ২২ দিনের বৈধতায় দৈনিক ১ জিবি ডেটা পাবেন, অর্থাৎ প্রতিদিন খরচ হবে ৯.৫ টাকা। তবে ৩,৫৯৯ টাকার রিচার্জ করলে প্রতিদিন পাওয়া যাবে ২.৫ জিবি ডেটা। অর্থাৎ ১ বছরের বৈধতায় দৈনিক খরচ পড়বে ৯.৮৬ টাকা।

আরও পড়ুন -  প্রেমের গান

অর্থাৎ দৈনিক খরচের দিক থেকে প্রায় একই খরচে দ্বিগুণেরও বেশি ডেটা পাওয়া যাবে।

জিওর ৩৬৫ দিনের বার্ষিক প্ল্যানের বর্তমান মূল্য ৩৫৯৯ টাকা, যা মোট ৬০০ টাকা বেড়েছে। এই প্ল্যানে দৈনিক ২.৫ জিবি ডেটা এবং আনলিমিটেড কলিং সুবিধা পাওয়া যায়। এছাড়াও বিনামূল্যে জিও টিভি, জিও সিনেমা এবং জিও ক্লাউডের সাবস্ক্রিপশনও অন্তর্ভুক্ত রয়েছে।