Gold Price: কিছুটা স্বস্তি দিয়েছে আজ সোনার দাম, শনিবার দরদাম কি বলছে?

Published By: Khabar India Online | Published On:

Gold Price: কিছুটা স্বস্তি দিয়েছে আজ সোনার দাম, শনিবার দরদাম কি বলছে?

আমাদের প্রতিদিন জীবনে কিছু খবর রাখতে হয়। তার মধ্যে হচ্ছে দৈনিক সোনা (Gold Price) ও রূপোর দাম। সোনা এমন একটি ধাতু যার দামে উত্থান পতন সব সময়ে হচ্ছে। আবার অনেকেই সোনায় বিনিয়োগ করেন। তাদের জন্য ও যারা সোনার গয়না কিনবেন ভাবছেন।

আরও পড়ুন -  ৪০০ মিলিয়ন ভক্তের মাইলফলক স্পর্শ করলেন, ক্রিশ্চিয়ানো রোনালদো

নানান অনুষ্ঠানের জন্য সোনা কেনার সাথে আবার যারা সোনায় বিনিয়োগ করেন,তারা জানেন প্রতিদিন সোনার দামে হেরফের হয়। আজ ৩ রা জুলাই, শনিবার কলকাতায় কত চলছে সোনার দরদাম?

আজ শনিবার সোনার দাম এই রকম

শুক্রবার কেজি প্রতি দাম ছিল ৭,০৬,৯০০ টাকা। শনিবার ১ গ্রাম সোনার দাম রয়েছে ৭,০৫৮ টাকা, কেজি প্রতি সোনার দাম রয়েছে ৭,০৫,৮০০ টাকা।

আরও পড়ুন -  Gold Price Today: মা লক্ষ্মীর কৃপায় সোনার দাম কমের দিকে, স্বস্তির খবর ক্রেতাদের জন্য, কলকাতায় কি খবর?

শুক্রবার ১ কেজি সোনার দাম রয়েছে ৬,৪৮,০০০ টাকা। শনিবার ১ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম রয়েছে ৬,৪৭০ টাকা। কেজি প্রতি সোনার দাম আজ রয়েছে ৬,৪৭,০০০ টাকা।

আরও পড়ুন -  Rohit Sharma: রোহিত শর্মার টি-টোয়েন্টি সিরিজের আগেই বড় ধাক্কা, আশানুরূপ পারফরম্যান্স নেই

শুক্রবার সোনার দাম রয়েছে কেজি প্রতি ৫,৩০,২০০ টাকা। আজ শনিবার ১ কেজি ১৮ গ্রাম সোনার দাম রয়েছে ৫,২৯,৪০০ টাকা।

আজ শুক্রবার রূপোর দরদাম

শুক্রবার রূপোর দাম ছিল কেজি প্রতি ৮৬,৫০০ টাকা।
শনিবার ১ কেজি রূপোর দাম রয়েছে ৮৫,৫০০ টাকা।