Gold Price: কিছুটা স্বস্তি দিয়েছে আজ সোনার দাম, শনিবার দরদাম কি বলছে?

Published By: Khabar India Online | Published On:

Gold Price: কিছুটা স্বস্তি দিয়েছে আজ সোনার দাম, শনিবার দরদাম কি বলছে?

আমাদের প্রতিদিন জীবনে কিছু খবর রাখতে হয়। তার মধ্যে হচ্ছে দৈনিক সোনা (Gold Price) ও রূপোর দাম। সোনা এমন একটি ধাতু যার দামে উত্থান পতন সব সময়ে হচ্ছে। আবার অনেকেই সোনায় বিনিয়োগ করেন। তাদের জন্য ও যারা সোনার গয়না কিনবেন ভাবছেন।

আরও পড়ুন -  Gold Price Today: দাম নিচের দিকে নামছে বাংলা নতুন বছরের শুরুতে, আজ কলকাতায় সোনার খবর কি?

নানান অনুষ্ঠানের জন্য সোনা কেনার সাথে আবার যারা সোনায় বিনিয়োগ করেন,তারা জানেন প্রতিদিন সোনার দামে হেরফের হয়। আজ ৩ রা জুলাই, শনিবার কলকাতায় কত চলছে সোনার দরদাম?

আজ শনিবার সোনার দাম এই রকম

শুক্রবার কেজি প্রতি দাম ছিল ৭,০৬,৯০০ টাকা। শনিবার ১ গ্রাম সোনার দাম রয়েছে ৭,০৫৮ টাকা, কেজি প্রতি সোনার দাম রয়েছে ৭,০৫,৮০০ টাকা।

আরও পড়ুন -  Gold Price Today: আজ সপ্তাহের শেষদিনেও আবার পরিবর্তন সোনার দামে, কতো হলো?

শুক্রবার ১ কেজি সোনার দাম রয়েছে ৬,৪৮,০০০ টাকা। শনিবার ১ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম রয়েছে ৬,৪৭০ টাকা। কেজি প্রতি সোনার দাম আজ রয়েছে ৬,৪৭,০০০ টাকা।

আরও পড়ুন -  Gold Price: সোনার দাম বেড়েছে, কিছু দিন সস্তা থাকার পর আবার মহার্ঘ এই সোনালি ধাতু

শুক্রবার সোনার দাম রয়েছে কেজি প্রতি ৫,৩০,২০০ টাকা। আজ শনিবার ১ কেজি ১৮ গ্রাম সোনার দাম রয়েছে ৫,২৯,৪০০ টাকা।

আজ শুক্রবার রূপোর দরদাম

শুক্রবার রূপোর দাম ছিল কেজি প্রতি ৮৬,৫০০ টাকা।
শনিবার ১ কেজি রূপোর দাম রয়েছে ৮৫,৫০০ টাকা।