সাধন মণ্ডল, খবরইন্ডিয়াঅনলাইন, বাঁকুড়াঃ আগামী বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে ব্লক কমিটিগুলোকে নতুনভাবে সাজাচ্ছে জেলা তৃণমূল কংগ্রেস কমিটি। জেলা তৃণমূল কংগ্রেস কমিটি নির্দেশে আজ সারেঙ্গা ব্লক তৃণমূল কংগ্রেস কমিটি নবরূপে গঠিত হলো। বীরেন্দ্রনাথ টুডু কে চেয়ারম্যান ও সুব্রত মিশ্র কে ব্লক প্রেসিডেন্ট ২৩ জনের সারেঙ্গা ব্লক কোর কমিটির নামঘোষণা করেন সারেঙ্গা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত মিশ্র। কোর কমিটি ছাড়াও অঞ্চল কমিটি গঠিত হয়েছে আজকে এবং তা জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি শ্যামল সাঁতরা ও রায়পুর বিধানসভার কোঅডিনেটর তথা বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি মৃত্যুঞ্জয় মুর্মু স্বাক্ষর করেছেন। সারেঙ্গায় বক্তব্য রাখতে গিয়ে সভাধিপতি মৃত্যুঞ্জয় মুর্মু বলেন আজ আমরা প্রায় দশ মাস ধরে মহামারী করোনার আতঙ্কে আতঙ্কিত রয়েছি তেমনি আমাদের সামনেই বিজেপি নামক একটি সাম্প্রদায়িক দল করোনার মত বিপদজনক। এই দলটি আমাদের রাজ্যকে গ্রাস করতে চাইছে তাই আমাদের সতর্ক ও সজাগ থাকতে হবে। দিদি যেখানে রাজ্যের মানুষের উন্নয়নের জোয়ার বইয়ে দিয়েছেন সেখানে আমাদের জয় নিশ্চিত। আমাদের কর্মীদের গ্রামে গ্রামে মানুষের কাছে যেতে হবে মা মাটি মানুষের সরকারের উন্নয়নের প্রকল্প গুলির কথা তুলে ধরতে হবে। যে নতুন কমিটি ঘোষিত হল তারা আজ থেকেই দায়িত্ব ভাগ করে নিয়ে বুথে বুথে নির্বাচনী প্রচারে নেমে পড়ুন।