সিবিআই হানা

Published By: Khabar India Online | Published On:

টুঙ্কা সাহা, খবরইন্ডিয়াঅনলাইন, আসানসোলঃ কয়লার অবৈধ কারবারের সাথে জড়িত সন্দেহে পুরুলিয়ার এক মাফিয়ার বাড়িতে সিবিআই হানা শুরু হয় শনিবার। সেই সূত্র ধরে এদিন সকালে ইসিএলের শ্রীপুর এরিয়ার সিকিউরিটি গার্ড ইনচার্জ ধনঞ্জয় রায়ের বাড়িতে হানা দেয় সিবিআই ৷ তবে সকালে সিবিআই এর গাড়ি বাড়ির দুয়োরে হাজির হতেই শারীরিক ভাবে অসুস্থ বোধ করতে শুরু করেন ধনঞ্জয়। এরপর তাকে ইসিএলের কাল্লা হাসপাতালে চিকিৎসার জন্যে আনা হলে দায়িত্ব প্রাপ্ত চিকিৎসক ধনঞ্জয় রায়কে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে ঘোষণা করেন। একই সাথে সিবিআই তল্লাশি করে কুলটি সাকতোড়িয়া ইসিএল হেড কোয়াটারে ۔۔আরো ই সি এল দপ্তরে হানা মারে এমনটাই জানা যাই জেলার বিভিন্ন জায়গায়। সূত্র থেকে জানা যায় চার জন ই সি এল অধিকারীকে আটক করে জিজ্ঞাসা বাদ করে সিবিআই। তাছাড়া রাজ্যের মোট ২২ টি জাগায় হানা মারে বিভিন্ন জেলায় কয়লা চক্রের অফিস গুলোতে সিবিআই। রাজ্যে চোরা কয়লা চক্রে ই সি এল দপ্তরে বেশ কিছু অধিকারীদের নাম জড়িত রয়েছে এমনটাই জানা যাচ্ছে।

আরও পড়ুন -  Bhai Phota 2021: অভিনেত্রী ঋদ্ধিমা ঘোষ অন্যভাবে ভাইফোঁটা উদযাপন করলেন