বিয়ের চার বছর পর বিচ্ছেদ ঘোষণা হার্দিকের

Published By: Khabar India Online | Published On:

বিয়ের চার বছর পর বিচ্ছেদ ঘোষণা হার্দিকের।

অনেক আগে থেকেই এর জল্পনা শুরু হয়েছিলো। এবার পাকাপাকি ভাবে শিলমোহর পড়ল। বিয়ে ভেঙে গেলো ভারতীয় দলের তারকা ক্রিকেটার হার্দিক পাণ্ডিয়ার (Hardik Pandya)। তাঁর স্ত্রী নাতাশা স্ট্যানকোভিচের সাথে দূরত্বের খবর অনেক আগেই ছড়িয়ে পড়েছিল।

আইপিএল শেষের পরেই শোনা গিয়েছিল আলাদা হচ্ছেন তাঁরা। বিশ্বকাপ মিটতে হার্দিক নিজেই শিলমোহর দিলেন জল্পনার সেই গুঞ্জনের।

আরও পড়ুন -  পাচারের আগেই পুলিশের জালে ধরা পরল ইউবা ট্যাবলেটসহ এক পাচারকারী

তাঁরা যৌথ বিবৃতি দিয়ে বিবাহ বিচ্ছেদের কথা ঘোষণা করেন হার্দিক ও নাতাশা। বিবৃতিতে লেখা, ‘চার বছর একসঙ্গে থাকার পর নাতাশা এবং আমি সিদ্ধান্ত নিয়েছি আলাদা হয়ে যাওয়ার। আমি যথেষ্ট চেষ্টা করেছি এবং নিজেদের সর্বোচ্চ দিয়েছি, আমাদের মতে এটাই আমাদের পক্ষে শ্রেষ্ঠ হবে।’ বিবৃতিতে আরো বলা হয়েছে, তাঁদের পুত্রসন্তান অগ্যস্তের দেখভাল তাঁরা দুজনেই করবেন’।

আরও পড়ুন -  আজ দাম কমলো সোনার, আজ আপনার শহরে ১০ গ্রাম সোনার দাম কত? জেনে নিন বিস্তারিত রেট

উল্লেখ্য, সম্প্রতি সার্বিয়ায় বাবা মায়ের বাড়িতে চলে যান নাতাশা। বিশ্বকাপ জয়ের পরেও একাই দেখা গিয়েছিল হার্দিককে। তাঁদের মধ্যে বিচ্ছেদের গুঞ্জন আরো বাড়ে। অনন্ত অম্বানির বিয়ের অনুষ্ঠানের মঞ্চেও একাই দেখা মেলে হার্দিকের। এর পরেই সেই বিচ্ছেদের গুঞ্জনে শিলমোহর দিলেন।

প্রসঙ্গত, এখন বিশ্বের অন্যতম জনপ্রিয় অলরাউন্ডার বলা হয় হার্দিককে। আইপিএল এর পর যে নিন্দা, ট্রোলের ঝড় উঠেছিল তাঁকে নিয়ে, সবটাই চাপা পড়ে গিয়েছে সেই প্রশংসায়। কিন্তু নাতাশার সাথে বিচ্ছেদ গুঞ্জনের মাঝেই চর্চায় উঠে এসেছেন এক সুন্দর রমণী। হার্দিকের সাথে তাঁর ছবি ভাইরাল হলেও এ বিষয়ে কোনো মন্তব্য করেননি এই ক্রিকেটার।