29 C
Kolkata
Friday, July 5, 2024

Kolkata Metro: ট্রাফিক ব্লকের জন্য প্রবল যানজটের আশঙ্কা, মেট্রোর কাজ হবে ই এম বাইপাসে

Must Read

Kolkata Metro: ট্রাফিক ব্লকের জন্য প্রবল যানজটের আশঙ্কা, মেট্রোর কাজ হবে ই এম বাইপাসে।

প্রায় প্রতিদিন লোকাল ট্রেন নিয়ে নিত্য যাত্রীদের রয়েছে ভোগান্তি। শিয়ালদহের পর খড়গপুর ডিভিশনেও রক্ষণাবেক্ষণের কাজের জন্য বন্ধ ছিল লোকাল ট্রেন চলাচল। তাতে নিত্যযাত্রীদেরই সমস্যা হয়েছে খুব বেশি। আবার ফের নিত্য যাত্রীদের বড় সমস্যার সম্মুখীন হতে পারে।

এখন আবার মেট্রোর (Kolkata Metro) কাজের জন্য ফের একবার ট্রাফিক ব্লক হতে চলেছে। নির্মাণ কাজের জন্য হবে এই ট্রাফিক ব্লক। এ নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ।

আরও পড়ুন -  শুরু হয়ে যাবে ইস্ট - ওয়েস্ট মেট্রো চলাচল, এবার সেক্টর ৫ থেকে শিয়ালদা পর্যন্ত ছুটবে মেট্রো

এই কাজ হবে রুবি-মেট্রোপলিটন বিভাগেঃ

ই এম বাইপাস কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইনটি রুবি থেকে মেট্রোপলিটন পর্যন্ত মোট ৪.৩ কিমি পর্যন্ত পরিচালনার জন্য রেলওয়ে সুরক্ষা কমিশনার পুলিশের কাছ থেকে সুরক্ষা অনুমোদন পেয়েছে। গত-২৯ মার্চ চিফ কমিশনার অফ রেলওয়ে সেফটি জনক কুমার গর্গ রুবি হেমন্ত মুখোপাধ্যায় মেট্রো স্টেশন থেকে মেট্রোপলিটন অর্থাৎ বেলেঘাটা মেট্রো স্টেশন পর্যন্ত অরেঞ্জ লাইনের বিভাগটি পরিদর্শন করেছেন।

আরও পড়ুন -  দীর্ঘ তিন দশকের পথ চলা শেষ করে, কলকাতা থেকে বিদায় নিল নন-এসি মেট্রো

এই কাজের জন্য যানজটের আশঙ্কা হতে পারেঃ

জানা যাচ্ছে, মেট্রোপলিটন ক্রসিং এর কাছে ৯০ দিন ধরে চলবে এই ট্রাফিক ব্লক। সম্প্রতি কলকাতা মেট্রো কর্তৃপক্ষের তরফে এই মর্মে জারি করা হয়েছে বিজ্ঞপ্তি। তাই এর জন্য ওই এলাকায় বড় যানজট সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, এতে সমস্যায় পড়তে পারে অফিস যাত্রীরা।

নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছেঃ

মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, কবি সুভাষ বিমানবন্দর ভায়া রাজারহাট মেট্রো প্রকল্পে পিয়ার নম্বর ২৮৮ ও পিয়ার নম্বর ২৮৯ এর পোর্টাল বিম তৈরি করা হবে। তার জন্য ডিসি ট্রাফিকের তরফে রেলওয়ে বিকাশ নিগম লিমিটেডকে ট্রাফিক ব্লকের অনুমতি দিয়েছে।

আরও পড়ুন -  পুজোর মাসেই গঙ্গার নিচ দিয়ে ছুটবে মেট্রো, ইতিহাস সৃষ্টি হতে চলেছে

আরভিএনএল এর তরফে ই এম বাইপাসের উপরে এই নির্মাণ কাজ চলার সময়ে সকল রকম নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানা গিয়েছে। আরও জানা যাচ্ছে, অগাস্ট মাস থেকেই অরেঞ্জ লাইনের বিভাগের শুরু হয়ে যাবে মেট্রো পরিষেবা চলাচল।

Latest News

Hot Dance Video: বাড়ির সবার সামনে এই ভিডিওটি দেখবেন না, একান্তে উপভোগ করুন

Hot Dance Video: বাড়ির সবার সামনে এই ভিডিওটি দেখবেন না, একান্তে উপভোগ করুন। এই তরুণী ভারতীয় মহিলা, গত কয়েক বছরে...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img