TRP: বাড়ল জগদ্ধাত্রীর নম্বর, কী খবর ফুলকির? টিআরপি প্রকাশ্যে

Published By: Khabar India Online | Published On:

TRP: বাড়ল জগদ্ধাত্রীর নম্বর, কী খবর ফুলকির? টিআরপি প্রকাশ্যে।

এখন টিআরপি (TRP) বাঁচানোর প্রবল চেষ্টা করছে বাংলা সিরিয়ালগুলি। কিন্তু একনিষ্ঠ দর্শকরা নিয়মিত দেখছেন তাদের প্রিয় সিরিয়ালগুলি। এ সপ্তাহে ‘ফুলকি’কে টপকে সেরার সেরা স্থান দখল নিয়েছে ‘নিম ফুলের মধু’।

এই সিরিয়ালটির প্রাপ্ত নম্বর ৭.২। এবার দ্বিতীয় স্থানে আছে ‘ফুলকি’। এই সিরিয়ালটি নম্বর পেয়েছে ৭.০। ৬.৭ নম্বর নিয়ে তৃতীয় স্থানে আছে ‘কোন গোপনে মন ভেসেছে’। চতুর্থ ও পঞ্চম স্থানে আছে যথাক্রমে ‘কথা’ ও ‘জগদ্ধাত্রী’। এই দুই সিরিয়ালের নম্বর যথাক্রমে ৫.৯ ও ৫.৮।

আরও পড়ুন -  হট লুকে মৌনি রায় (mouni roy), কালো স্লিভলেস পোশাক, ঘুম নেই নেটিজেনদের !

এবার ষষ্ঠ স্থানে রয়েছে ৫.৭ পয়েন্ট নিয়ে ‘গীতা LLB’ এবং ‘জল থই থই ভালোবাসা’। সাত নম্বর এ আছে ৫.৪ পয়েন্ট নিয়ে নতুন ধারাবাহিক ‘শুভ বিবাহ’।

অষ্টম স্থানে ৫.৩ নম্বর নিয়ে আছে ‘অনুরাগের ছোঁয়া’। নবম স্থানে রয়েছে ‘উড়ান’। আর দশম স্থানে রয়েছে ‘রোশনাই’।

আরও পড়ুন -  Bigg Boss OTT: তুমুল বিবাদের জেরে ঘর থেকে বের করে দেওয়া হল জিশানকে

সম্পূর্ণ টিআরপি ( TRP ) তালিকাঃ

(১) নিম ফুলের মধু- ৭.২।

(২) ফুলকি- ৭.০।

(৩) কোন গোপনে মন ভেসেছে- ৬.৭।

(৪) কথা- ৫.৯।

(৫) জগদ্ধাত্রী- ৫.৮।

(৬) গীতা LLB- ৫.৭।

(৭) শুভ বিবাহ- ৫.৪।

(৮) অনুরাগের ছোঁয়া- ৫.৩।

(৯) উড়ান- ৫.০।

(১০) রোশনাই- ৪.৯।

(১১) বধূয়া- ৪.৭।

(১২) মিঠিঝোরা- ৪.৬।

(১৩) আলোর কোলে- ৪.৪।

আরও পড়ুন -  TRP List: শীর্ষস্থানে ‘গৌরী এলো’, দশের মধ্যে নতুন ধারাবাহিক ‘মাধবীলতা’

(১৪) কার কাছে কই মনের কথা- ৪.১।

(১৫) কে প্রথম কাছে এসেছি, হরগৌরী পাইস হোটেল- ৩.৬।

(১৬) তোমাদের রাণী- ৩.৫।

(১৭) চিনি- ৩.০।

(১৮) যোগমায়া- ২.৯।

(১৯) অষ্টমী- ২.৭।

(২০) শ্রীকৃষ্ণ লীলা- ১.৯।

রিয়েলিটি শোঃ

(১) জলসা ফিকশন- ৫.৪।

(২) সারেগামাপা- ৫.০।

(৩) দিদি নাম্বার ওয়ান- ৪.৬।

(৪) রন্ধনে বন্ধন- ০.৮।

এই সপ্তাহের ফলাফল।