Britannia Company: ব্রিটানিয়া কোম্পানি ঝাঁপ বন্ধ করলো কারখানার, আবার বেকার হলেন বহু শ্রমিক

Published By: Khabar India Online | Published On:

Britannia Company: ব্রিটানিয়া কোম্পানি ঝাঁপ বন্ধ করলো কারখানার, আবার বেকার হলেন বহু শ্রমিক।

যখন বেকারত্বের সংখ্যা বাড়ছে সেই সময়ে আবার একটি কোম্পানি বন্ধ হয়ে গেল। এবার বাংলায় বন্ধ হয়ে গেল জনপ্রিয় ব্রিটানিয়া বিস্কুট কারখানা। ব্রিটানিয়া বিস্কুট প্রত্যেকেরই ছোটবেলাকার একটা ইমোশন, এখনো পর্যন্ত সকালবেলা চায়ের সাথে টা বলতে একটা ব্রিটানিয়া বিস্কুট।

এবার দুঃখের খবর এই কারখানাতেই চাকরি হারালেন বহু শ্রমিক।

আরও পড়ুন -  অষ্টম বেতন কমিশনে ৩৫% পর্যন্ত বেতন ও ভাতা বৃদ্ধির সম্ভাবনা! সুখবর কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য

মে মাস থেকেই কারখানার উৎপাদন বন্ধ ছিল। এবার একেবারে ঝাঁপ বন্ধ করে দিল কারখানা। কর্মহীন হলেন শত শত শ্রমিক। কি কারণে হঠাৎ করে কারখানা বন্ধের সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ? এ বিষয়ে কোনো রকম সদুত্তর দিতে পারেনি কর্তৃপক্ষ। বেশ কয়েক বছর ধরে রাজ্যে বিনিয়োগ করেছে এমন কোন কোম্পানির নাম শোনা যায় না, কিন্তু একের পর এক ঝাঁপ বন্ধ করেছে কোম্পানিগুলি।

আরও পড়ুন -  মৃত্যু

সেই তালিকাতেই নাম এলো নামী বিস্কুট কোম্পানির।

কোম্পানির যারা স্থায়ী কর্মী রয়েছেন, তারা জানিয়েছেন প্রতিযোগিতার বাজারে এই কোম্পানি টিঁকে থাকতে পাচ্ছিল না, সেজন্য এরকম সিদ্ধান্ত নিয়েছে। রাজ্যের একের পর এক কারখানা বন্ধ হয়ে যাওয়ায় প্রশ্ন উঠছে সরকারের শিল্পনীতি নিয়ে। এবার এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজাও নানান রাজনৈতিক মহলে।

আরও পড়ুন -  Subhashree Ganguly: শাড়ি আর সালোয়ারে বেশি ভালো লাগে, মা হওয়ার পর শুভশ্রীকে ! ফের ট্রোলড

বিজেপির রাজ্যসভার সংসদ তথা বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য জানিয়েছেন, রাজ্যে কারখানার দরজায় তালা খুলতে হয়, তাহলে তৃণমূলের দরজায় তালা ঝোলাতে হবে। অপরদিকে তৃণমূলের দিকে আঙুল তুলে সিপিএম নেতা শমীক লাহিড়ী বলেছেন, তোলাবাজির জন্যই রাজ্যের সমস্ত শিল্প কারখানা বন্ধ হচ্ছে।