Yogyashree Scheme: এবার যোগ হল যোগ্যশ্রী প্রকল্প, কাদের অ্যাকাউন্টে ঢুকবে টাকা? সব কিছু জানুন

Published By: Khabar India Online | Published On:

Yogyashree Scheme: এবার যোগ হল যোগ্যশ্রী প্রকল্প, কাদের অ্যাকাউন্টে ঢুকবে টাকা? সব কিছু জানুন। 

এবার শিক্ষার্থীদের জন্য ‘যোগশ্রী’ প্রকল্পটি সংখ্যালঘু, অন্যান্য অনগ্রসর শ্রেণি (ওবিসি) ও সাধারণ শ্রেণির সুবিধাভোগীদেরও অন্তর্ভুক্ত করবে পশ্চিমবঙ্গ সরকার মঙ্গলবার জানিয়েছে। রাজ্যের তফসিলি জাতি (এসসি) ও তফসিলি উপজাতি (এসটি) শিক্ষার্থীদের ইঞ্জিনিয়ারিং এর সাথে মেডিকেল কোর্সের জন্য বিনামূল্যে প্রস্তুতি দেওয়ার জন্য জানুয়ারিতে এই প্রকল্পটি চালু করা হয়েছিল।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ একটি পোস্টে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে, এসসি / এসটি শিক্ষার্থীরা এই প্রকল্প থেকে উপকৃত হচ্ছে। এবার সংখ্যালঘু, ওবিসি ও সাধারণ শ্রেণির ছেলে ও মেয়েদেরও এই প্রকল্পে অন্তর্ভুক্ত করা হবে।

আরও পড়ুন -  রাস্তার ধারে একটি গাছে হটাৎ আগুন

মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে, ২০২৪ সালে, ‘যোগশ্রী’ প্রশিক্ষণার্থীরা জেইই (অ্যাডভান্সড) (১৩ টি আইআইটি আসন সহ) এ ২৩ টি স্থান, জেইই (মেইন) এ ৭৫ টি স্থান, ডব্লিউবিজেইইতে ৪৩২ টি ও এনইইটিতে ১১০ টি স্থান পেয়েছে।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমাদের সুবিধাবঞ্চিত ছেলে ও মেয়েদের জন্য এই গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ সহায়তার মূল্য মাথায় রেখে, আমরা এখন রাজ্যে কেন্দ্রের সংখ্যা বাড়িয়ে ৫০, আমাদের সমর্থিত প্রশিক্ষণার্থীদের ২,০০০ এ উন্নীত করেছি। আরও ভাল প্রস্তুতির জন্য একাদশ শ্রেণি থেকে প্রশিক্ষণ দেওয়া হবে… আমাদের আর্থিকভাবে দুর্বল শ্রেণির ছেলে-মেয়েদের একটা বড় অংশ ইঞ্জিনিয়ার ও ডাক্তার হয়েছে।’

আরও পড়ুন -  Madan Mitra: দিদির জন্য গান করলেন মদন মিত্র, ‘ইন্ডিয়া ওয়ানা হার বেটিয়া’

এই প্রকল্পের জন্য কি ভাবে আবেদন করবেন?

1)www.anagrasarkalyan.gov.in এবং www.wbbcdev.gov.in – এই দুটি ওয়েবসাইটে ভিজিট করুন, তারপর আবেদন করতে হবে।

2)এই ওয়েবসাইট থেকে আবেদন ফর্ম ডাউনলোড করে সেইটা ফিল আপ করতে হবে।

আরও পড়ুন -  ছট পুজো-২০২৩

3)আপনার বাড়ির নিকটবর্তী সেন্টারে গিয়ে ফর্মটি জমা করতে হবে।