28 C
Kolkata
Friday, June 28, 2024

Ration Card: ফ্রি রেশন বন্ধের পথে সরকার, গ্রাহকদের এবার মাথায় হাত

Must Read

Ration Card: ফ্রি রেশন বন্ধের পথে সরকার, গ্রাহকদের এবার মাথায় হাত। 

কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার উভয় তরফ থেকেই জানানো হয়েছে একটা চূড়ান্ত সিদ্ধান্ত। দুই সরকার বিনামূল্যে রেশন দেয় দেশবাসীকে। পরিসংখ্যানের বিচারে দেখা গেছে আমাদের দেশের প্রায় ৮১ কোটিরও বেশি মানুষ রেশন কার্ডের সুবিধা পায়। ইদানিং দেশ জুড়ে যে ration দুর্নীতি ধরা পড়েছে, সেইটা রুখতে নতুন ব্যবস্থা নিতে চলেছে সরকার।

এবার থেকে রেশন দুর্নীতি রুখতে কি পদক্ষেপ নিচ্ছে সরকার?

এই জালিয়াতি রুখতে পদক্ষেপ নিয়েছে কেন্দ্র সরকার। সেই কারণে ইতিমধ্যে বাতিল করে দেওয়া হয়েছে রেশন কার্ড। কিছু কিছু রেশন কার্ড যার ফলে রেশন ডিলারের কাছে রেশন তুলতে গেলেই তাদের রেশন কার্ড বাতিল বলে ঘোষণা করে দেওয়া হচ্ছে। তার প্রভাব পড়েছে রেশন কার্ড হোল্ডারদের একাংশের উপরে। জানা যাচ্ছে, এক কোটি ৬৬ লক্ষরও বেশি রেশন কার্ডকে ব্লক করা হয়েছে।

আরও পড়ুন -  Mannat: শাহরুখ খানের বাংলো ‘মান্নাত’-এ অভিযান চালাতে পারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (এনসিবি)

কি জন্য এত রেশন কার্ড বাতিল করা হচ্ছে?

২০২১ সালের মাঝামাঝি সময় থেকে গত বছর ২০২৩ সাল পর্যন্ত খাদ্য দফতরের প্রকাশিত রেশন কার্ডের তালিকায় বলা হচ্ছে, রেশন কার্ড বাতিল হওয়ার একমাত্র কারণ হচ্ছে KYC সমস্যা নিয়ে। সব রেশন কার্ড হোল্ডাররা KYC জমা দেননি, সেই জন্য এই সমস্যা হয়েছে।

রেশন কার্ডে এ -KYC কীভাবে করতে হবে?

KYC করতে প্রথমেই গ্রাহকদের রেশন কার্ড অথবা আধার কার্ড নিয়ে যেতে হবে রেশন ডিলার এর কাছে। সেই ডিলার রেশন কার্ডের সাথে আধার কার্ডের লিংক করে দেবে। সাথে সাথে গ্রাহকদের EKYC করে দেবে।

আরও পড়ুন -  Russia: রাশিয়ার অভিযোগ, ইইক্রেনে বিদেশি যোদ্ধাদের নিয়োগে নিরব ন্যাটো

কাজটি বাড়িতে বসে অনলাইনেও করা সম্ভব হয়। যদি অনলাইনে করতে চান, কিভাবে করবেন জেনে নিন।

1)পশ্চিমবঙ্গ খাদ্য দফতরের অফিসিয়াল লিংক এ ক্লিক করুন https://food.wb.gov.in/

2)তারপর Ration Card অপশনের মধ্যে থাকা Check the status of your Ration Card অপশনে ক্লিক করে ফেলুন।

3)রেশন কার্ড নম্বর এবং কোন ক্যাটাগরির কার্ড সেইটা সিলেক্ট করে সঠিক Captcha Code দিন।

4)এবার Search অপশনে ক্লিক করুন। যদি রেশন কার্ডের স্ট্যাটাস Active দেখায় তাহলে চিন্তা আর নেই।

আরও পড়ুন -  রেশন কার্ডধারীদের জন্য খবর, বাতিল হবে কার্ড, এই মানুষরা পাবেন না রেশন

5)যদি কারও স্ট্যাটাস Deactivate দেখায়, অবশ্যই রেশন কার্ডের সঙ্গে আধার নম্বর লিঙ্ক করুন।

6)জন্য খাদ্য দফতরের পেজ থেকে Do E-KYC অপশনে ক্লিক করুন।

7)সেখানে Link Aadhaar with Deactivated/Newly Approved Cards অপশনে ক্লিক এ যান।

8)এখন নতুন পেজ খুলে যাবে। এবার রেশন কার্ড নম্বর ও ক্যাটাগরি সিলেক্ট করুন।

9)তারপর সার্চ অপশনে ক্লিক করার পর Link Aadhaar and Mobile no. অপশনে ক্লিক করার পর Send OTP অপশনে ক্লিক করুন।

10)মোবাইলে যে OTP আসবে সেটা দিয়ে Submit করুন।

11)শেষে সমস্ত তথ্য একবার ভালো করে চেক করে Verify and Submit অপশন ক্লিক করে ফেলুন। এবার রেশন কার্ড Active হবে।

Latest News

VIDEO: ভোজপুরি গানে এই যুবতী নেচে ঝড় তুলে হলেন ভাইরাল

VIDEO: ভোজপুরি গানে এই যুবতী নেচে ঝড় তুলে হলেন ভাইরাল।এখন সোশ্যাল মিডিয়ার জগতে কে কিভাবে জনপ্রিয়তা পাবেন কেউ বলতে...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img