বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দেশে সংবিধান দিবস পালিত

Published By: Khabar India Online | Published On:

খবরইন্ডিয়াঅনলাইন, নয়াদিল্লিঃ সারা দেশ জুড়ে আজ উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে সংবিধান দিবস পালিত হচ্ছে। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ সমগ্র দেশ জুড়ে এদিন সংবিধানের প্রস্তাবনা পাঠের সূচনা করেন। অন্যদিকে, গুজরাটের কেভাদিয়ায় সারা ভারত প্রিসাইডিং আধিকারিকদের ৮০ তম সম্মেলনের সমাপ্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি বলেন, আইনসভা, প্রসাশন ও বিচারবিভাগ- সংবিধানের এই তিনটি ভিত্তির মধ্যে সুচারুভাবে সমন্বয় গড়তে পারলে গণতন্ত্রের প্রতি সাধারন মানুষের আস্থা আরও বাড়বে। এভাবেই গড়ে উঠবে আত্মনির্ভর ভারত।

আরও পড়ুন -  স্বাধীনতা সংগ্রামী মাস্টারদা সূর্যসেনের ১৩০ তম জন্মদিবস

কর্তব্যবোধের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন এর মাধ্যমেই মর্যাদা এবং অধিকার প্রতিষ্ঠিত হয়ে নিজের প্রতি আস্থা অর্জন হয়। তিনি বলেন, নো ইওর কাস্টমার যেমন এক ধরনের নিরাপত্তা বৈশিষ্ট্য, তেমনি নো ইওর কনস্টিটিউশন হচ্ছে সাংবিধানিক সুরক্ষা।

আরও পড়ুন -  মোনালিসার নতুন গান দোলের আগেই, সেই গানের ভিডিও দেখুন

এই সম্মেলনের সমাপ্তি অনুষ্ঠান শেষে এক সাংবাদিক বৈঠকে লোকসভার অধ্যক্ষ শ্রী ওম বিড়লা জানান, রাজ্যের বিধানসভা গুলি সংবিধানের মৌলিক অধিকার ও কর্তব্য নিয়ে সারা বছর ধরে মানুষের মধ্যে, বিশেষ করে যুব সম্প্রদায়ের কাছে বিভিন্নভাবে বার্তা পৌঁছে দেবে।

আরও পড়ুন -  Samantha: গোয়াতে ছুটি কাটাচ্ছেন সামান্থা, মনোকিনি-তে উষ্ণতা জাগালেন অভিনেত্রী

অনুষ্ঠানে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী শ্রী প্রকাশ জাভড়েকর একটি ই-বইয়ের আনুষ্ঠানিক প্রকাশ করেন।

প্রেস ইনফরমেশন ব্যুরো সারাদেশে প্রায় ৩০ টি ওয়েবনারের মাধ্যমে সংবিধান দিবস পালনের উদ্যোগ নিয়েছে। সূত্র – পিআইবি।